ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানীর দুই কলেজের কমিটি বিলুপ্ত করল ছাত্রলীগ

প্রকাশিত: ১৮:৪৮, ৫ জুলাই ২০২৩

রাজধানীর দুই কলেজের কমিটি বিলুপ্ত করল ছাত্রলীগ

ছাত্রলীগ

ঢাকার আবুজর গিফারী কলেজ এবং হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের পৃথক নির্দেশে কমিটি বিলুপ্ত করা হয়।

এ নিয়ে গত দুই দিনে একই কারণে মোট পাঁচটি কমিটি বিলুপ্ত এবং একটি কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
 
বুধবার (৫ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় আবুজর গিফারী কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো৷

অপরদিকে ছাত্রলীগের শীর্ষ এই দুই নেতার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো৷ 

এমএস

সম্পর্কিত বিষয়:

×