ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জামায়াতের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন

প্রকাশিত: ২০:০৯, ২৬ জুন ২০২৩

জামায়াতের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন

ফাইল ছবি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে মামলা চূড়ান্ত নিষ্পত্তি না পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

সোমবার (২৬ জুন) আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন করা হয়। ব্যারিস্টার তানিয়া আমীর মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর পক্ষে এই অবেদন করেন। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার তানিয়া আমীর।

জামায়াতের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা ছাড়াও আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সম্প্রতি অনুষ্ঠিত সমাবেশে দলটি রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননার অভিযোগে আরেকটি আবেদন করা হয়েছে।

আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী। আগামী ৩১ জুলাই আপিল বিভাগে এই আবেদন দুটির ওপর শুনানি হবে।

এমএম

সম্পর্কিত বিষয়:

×