ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ব্যাংক খাতে লুটতরাজ চলছে, দাবি মির্জা ফখরুলের

প্রকাশিত: ১৮:৪০, ২৬ জুন ২০২৩

ব্যাংক খাতে লুটতরাজ চলছে, দাবি মির্জা ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ব্যাংক খাতে লুটতরাজ চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপাসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণে আজ অর্থনৈতিক দুরাবস্থা। এসময় ব্যাংক খাতে লুটতরাজ চলছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।

তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধন করেছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টের রায়ের সঙ্গে তারা প্রতারণা করেছে।

বিএনপি মহাসচিব বলেন, বিদেশিরা ইতোমধ্যে বার্তা দিয়ে দিয়েছে, হয় সুষ্ঠু নির্বাচন দাও না হয় পদত্যাগ করো। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে ফখরুল বলেন, হাসপাতাল থেকে ফেরার পরে খালেদা জিয়া ভালো আছেন। তবে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে না পারায় খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে।

এমএম

×