ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বিএনপির মাথা খরাপ হয়ে গেছে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৯:১৫, ১১ জুন ২০২৩

বিএনপির মাথা খরাপ হয়ে গেছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াতকে দিয়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে দিয়ে দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় বিএনপি। বিএনপির মাথা খরাপ হয়ে গেছে।

রবিবার (১১ জুন) সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। 

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আবার অগ্নিসন্ত্রাসের বার্তা দিচ্ছে। কারণ, বিএনপি জানে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না।’

তিনি বলেন, ‘যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিকে কখনই মাঠ দখল করতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আজকের এই দিনটি শেখ হাসিনার মুক্তি দিবস শুধু নয়, গণতন্ত্রের মুক্তি দিবস। এই দিনে জননেত্রীর প্রতি অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা। একই সঙ্গে যারা জননেত্রীর মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের প্রতি অভিনন্দন।’
 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×