ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নির্বাচন বন্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ চেষ্টা চালাচ্ছে

প্রকাশিত: ১৮:৫০, ১০ জুন ২০২৩; আপডেট: ১৮:৫২, ১০ জুন ২০২৩

নির্বাচন বন্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ চেষ্টা চালাচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জাতীয় সংসদ নির্বাচন বন্ধের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

শনিবার (১০ জুন) দুপুরে ঢাকার ধামরাইয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে এ কথা বলেন তিনি।  

আসাদুজ্জামান খান বলেন, নির্বাচন এলেই অনেক স্রোত-কাউন্টার স্রোত আসে। যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, নির্বাচনে অংশগ্রহণ করে না এবং নির্বাচন যাতে হয় না সে জন্য অরাজকতা করতে থাকে, এ ধরনের কার্যকলাপ আমরা এখনও দেখছি। সবসময় আমরা দেখে আসছি, নির্বাচন এলে সব ষড়যন্ত্রকারী এক হয়ে যায়, আরেকটা নতুন ষড়যন্ত্রের জন্য।

মন্ত্রী জানান, জামায়াত সবসময় বায়তুল মোকাররমের উত্তর গেটে তারা তাদের অনুষ্ঠানাদি করতো। জামায়াতকে এবার বলে দেয়া হয়েছে বায়তুল মোকাররমের ওই জায়গায় করলে তীব্র যানজট হবে। সে জন্য তারা যেন অন্য কোন ভেন্যুতে যায়। সেই জন্য তারা ভেন্যু পরিবর্তন করে অন্য জায়গায় গেছে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×