ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পিটার হাসের বাসায় মির্জা ফখরুল

প্রকাশিত: ১৫:১২, ৬ জুন ২০২৩

পিটার হাসের বাসায় মির্জা ফখরুল

ফাইল ছবি।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে গুলশানে পিটার হাসের বাসভবনে এ সাক্ষাৎ হয় বলে জানা গেছে।

 বিএনপির একটি সূত্রে জানা গেছে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাই পিটার হাসের বাসায় যান। সাক্ষাৎ শেষে দুপুর ২টার পর তিনি বেরিয়ে যান।

এদিকে এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এখনো এ বিষয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে বলতে হবে।
 

এমএম

×