ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাজেটকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত: ২০:৫০, ১ জুন ২০২৩

বাজেটকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

প্রতীকী ছবি।

প্রস্তাবিত আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেটকে জনবান্ধব আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। 
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে উত্থাপিত বাজেট প্রতিক্রিয়ায় এ স্বাগত জানান আওয়ামী লীগ নেতারা। 

অন্যদিকে বাজেট উত্থাপনের পরপরই বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানা-ওয়ার্ডে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা। কোথাও কোথাও মিষ্টিও বিতরণ করা হয়।  

সংসদ থেকে বের হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের বলেন, আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট জনবান্ধব। এই বাজেটকে জনবান্ধব এ জন্য বলেছি যে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাজেটটা প্রণীত হয়েছে।

তিনি বলেন, এই বাজেটটা এমনভাবে করা হয়েছে, যেন মানুষের কষ্টটা লাঘব হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সমকালকে বলেন, বিশ্ব অর্থনীতিতে যখন মন্দা, সেই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সময়োপযোগী ও জনকল্যাণমুখী বাজেট দিয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই বাজেটের মাধ্যমে সেই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নগরায়ন এবং স্মার্ট জনগণ গড়ে উঠতে সাহায্য করবে। বিশেষ করে পিছিয়ে পড়া নিম্নবিত্ত মানুষ যেন সমানতালে এগিয়ে যেতে পারে, সেদিকে লক্ষ্য রেখে বাজেট ঘোষণা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীরা যেন উপকৃত হন সে দিকেও লক্ষ্য রাখা হয়েছে। এতে করে বেকারত্ব কমবে, উদ্যোক্তা বাড়বে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×