ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাষ্ট্রক্ষমতার মসনদ চিরস্থায়ী করাই বর্তমান শাসকগোষ্ঠীর লক্ষ্য: ফখরুল

প্রকাশিত: ২০:৫৭, ২৪ মে ২০২৩

রাষ্ট্রক্ষমতার মসনদ চিরস্থায়ী করাই বর্তমান শাসকগোষ্ঠীর লক্ষ্য: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নানাবিধ অপকর্মের মাধ্যমে জনগণকে ভীত-সন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতার মসনদ চিরস্থায়ী করাই বর্তমান শাসকগোষ্ঠীর একমাত্র লক্ষ্য। আওয়ামী অবৈধ সরকার যতই ষড়যন্ত্র ও কূটকৌশল করুক না কেনো, জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বুধবার (২৪ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী কর্তৃত্ববাদী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে এখন বেসামাল হয়ে উঠেছে। তাই অবৈধ শাসকগোষ্ঠী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতন চালিয়ে তাদের ভীত সন্ত্রস্ত করার কৌশল অবলম্বন করেছে। কিন্তু নিষ্ঠুর নিপীড়ন-নির্যাতনেও জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে না পেরে রাষ্ট্রশক্তির যথেচ্ছ অপব্যবহার অব্যাহত রেখেছে। বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের পর গায়েবি মামলায় নাম দিয়ে জুলুমের এক পৈশাচিক বৃত্ত রচনা করা হয়েছে।’

তিনি বলেন, ‘রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি বক্তব্যকে অজুহাত হিসেবে নিয়ে বর্তমান শাসকগোষ্ঠী ঘৃণ্য অপরাজনীতি ও জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অথচ আওয়ামী নেতারা প্রায়শই বিএনপির নেতাদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের লক্ষ্যে এখন তার আত্মীয়স্বজনদের ওপরও নির্দয় আচরণ শুরু করেছে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান ফ্যাসিস্ট সরকারের শাসনামলে নারীদের মানসম্মান ভুলুণ্ঠিত ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন অব্যাহত রয়েছে। অপরাধ না করেও নারী-পুরুষদের অপরাধী বানিয়ে কারান্তরীণ করা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- তারা একটি স্বাধীন দেশের মানুষ নয়, বাংলাদেশকে যেন এক আদিম ও বর্বর যুগে ঠেলে দেয়া হয়েছে।’

বিবৃতিতে অবিলম্বে আবু সাঈদ চাঁদের মেয়ে জাকিয়া সুলতানা, জাকিয়া সুলতানার মেয়ে আরিশা, বড় বোনের মেয়ে মাসুদা আক্তার এবং ছোট মেয়ের জামাই শেখ সালাউদ্দিন আহম্মেদকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

 

এমএইচ

×