ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ২১:১২, ২০ মে ২০২৩

সিরাজুল আলম খান হাসপাতালে ভর্তি

সিরাজুল আলম খান।

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় তাকে ঢামেক হাসপাতালের ভিআইপি কেবিনে ভর্তি করা হয়। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

তিনি বলেন, সিরাজুল আলম খান বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েও উন্নতি হচ্ছিল না। সঙ্গে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢামেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হামিদ টাবলুর তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি।

হাসপাতালে সিরাজুল আলমের সঙ্গে থাকা রুবেল বলেন, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, প্রস্রাবে জটিলতা নিয়ে সকালে ওনাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×