ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

একক ক্ষমতায় বিশ্বাস করে আওয়ামী লীগ: ফখরুল

প্রকাশিত: ১৮:০৬, ২২ মার্চ ২০২৩

একক ক্ষমতায় বিশ্বাস করে আওয়ামী লীগ: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগ একক ক্ষমতা, একক নেতৃত্বে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (২২ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনটি আমাদের জন্য লজ্জার। মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিবেদন দিয়েছে, তাতে আমরা লজ্জিত। দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার ও বাকস্বাধীনতা নেই।

তিনি বলেন, রিপোর্ট প্রকাশের পরে আওয়ামী লীগ নেতারা নিজেদের মতো করে বানিয়ে কথা বলছে। যুক্তরাষ্ট্র নিজেরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ একক ক্ষমতা, একক নেতৃত্বে বিশ্বাস করে।

মির্জা ফখরুল বলেন, পুরো বাংলাদেশ আজ কারাগারে পরিণত। এই সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ কাউকে সম্মান দিতে জানে না।
 

এমএম

×