ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কোর্টের রায়ে রাজনীতি নির্ধারণ হয় না: আব্বাস

প্রকাশিত: ২০:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০২৩

কোর্টের রায়ে রাজনীতি নির্ধারণ হয় না: আব্বাস

মির্জা আব্বাস।

কোর্টের রায়ে রাজনীতি নির্ধারণ হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজশাহী নগরীর সোনাদিঘীর মোড়ে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ-জামায়াত জোট  বলেছিল, এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার। আজকের প্রধানমন্ত্রীও চিরদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাকবে বলেছিলেন। কিন্তু আজ ক্ষমতায় এসেই একনায়কতন্ত্র কায়েম করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিলেন। এখন বলেন, এটা কোর্টের রায়। কোর্টের রায়ে বাংলাদেশের জনগণ সবসময় চলে না। কোর্টের রায়ে রাজনীতি নির্ধারণ হয় না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।

তিনি বলেন, বিএনপির এই সংগ্রাম জনগণের অধিকার আদায়ের সংগ্রাম। বিএনপি আজ জনগণের ভোটের অধিকারের জন্য, গুম-খুন বন্ধের জন্য লড়াই করছে। আমরা যখন রাজপথে কোনো প্রোগ্রাম করি তখন আওয়ামী লীগের বুকে কম্পন ধরে। আওয়ামী লীগ এটাকে বলে, বিএনপির মরণযাত্রা। এটা বিএনপির মরণযাত্রা নয়, এটা আওয়ামী লীগের অগ্রিম শবযাত্রা। যেটা সারা বাংলাদেশে শুরু হয়েছে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×