ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বিএনপির কোমর ভেঙেছে, এখন ভাঙবে পা

প্রকাশিত: ১৯:৫৭, ১১ জানুয়ারি ২০২৩

বিএনপির কোমর ভেঙেছে, এখন ভাঙবে পা

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিএনপির কোমর ভেঙেছে, সরকারকে আবার ধাক্কা দেয়ার চেষ্টা করলে পা ভেঙে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে এক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে গত ১০ ডিসেম্বর বিএনপির কোমর ভেঙেছে, আবার ধাক্কা দেয়ার চেষ্টা করলে পা ভেঙে যাবে বলে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিএনপি নেতাদের পছন্দ হয় না। তাই, সরকারকে ধাক্কা দিয়ে তারা ফেলে দিতে চায়। কিন্তু গত ১০ ডিসেম্বর ধাক্কা দিতে গিয়ে নয়াপল্টন থেকে গরুর হাটে চলে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে বিএনপি এখন সুর পাল্টেছে। কারণ, মির্জা আব্বাস আজ বলেছেন, আমরা কোনো সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাই না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি নাকি ১৬ তারিখ গণমিছিল করবে। আমরা রাজপথে নেমেছি, রাজপথ ছাড়ব না। রাজপথ আর কাউকে দখলে নিতে দেব না।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×