ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে, পেশীশক্তির ওপর নয়

প্রকাশিত: ২০:৪৪, ৮ জানুয়ারি ২০২৩

আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে, পেশীশক্তির ওপর নয়

স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

পেশীশক্তির ওপর নয়, আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  

রবিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর থানা আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় যারা দেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিল তাদের জনগণ কখনো ক্ষমতায় আসতে দেবে বলেও জানান স্বরাষ্ট্র্রমন্ত্রী। 

তিনি বলেন, বিএনপি দেশটাকে অন্ধকার রাষ্ট্রে পরিণত করেছিল। ষড়যন্ত্রের মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। তবে আওয়ামী লীগ কোনো পেশীশক্তির ওপর নির্ভর করে না। আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে। জনগণের ভোটেই একাধিকবার সরকার গঠন করেছে। যার সুফল জনগণ ভোগ করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নসহ দৃশ্যমান বড় বড় প্রকল্পের কাজ এরইমধ্যে শেষ করা হয়েছে। পাশাপাশি আগামীতে যদি জনগণ আওয়ামী লীগকে ভোট দেয় সেক্ষেত্রে দেশের আরও উন্নয়ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের ভোট নিয়েই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে। তবে বিএনপি আন্দোলন সংগ্রাম যাই করুক না কেন জনগণের তাদের ওপর কোনো আস্থা নেই। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। যা আগামীর ভোটে দৃশ্যমান হবে। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। 

তিনি বলেন, আন্দোলনের নামে কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতা করা হলে তার অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করে যাচ্ছে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যা যা করণীয় তার সবকিছুই করা হবে।

 

এমএম

×