ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দুই আসনের জন্যই মনোনয়নপত্র জমা দিলেন হিরো আলম

প্রকাশিত: ২১:৫০, ৫ জানুয়ারি ২০২৩; আপডেট: ২২:০৪, ৫ জানুয়ারি ২০২৩

দুই আসনের জন্যই মনোনয়নপত্র জমা দিলেন হিরো আলম

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ছবি সংগৃহীত

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) এই দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল চারটায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম।

মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় হিরো আলম লিখেছেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের আমার প্রাণপ্রিয় সম্মানিত ভোটার, সমর্থক এবং এলাকাবাসী। আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন এবং অনুরোধে বগুড়ার শুন্য ঘোষিত দুই আসনে উপ-নির্বাচনে  মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছি। 

বগুড়া-৪ আসনে ৯ জন এবং বগুড়া- ৬ আসনে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচন হবে আগামী পহেলা ফেব্রুয়ারি।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×