ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এ্যানীসহ বিএনপির ৫ নেতাকে ডিভিশন দিতে নির্দেশ

প্রকাশিত: ১১:৫১, ১৮ ডিসেম্বর ২০২২

এ্যানীসহ বিএনপির ৫ নেতাকে ডিভিশন দিতে নির্দেশ

হাইকোর্ট

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপির পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৮ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

গত ১৪ ডিসেম্বর কারাগারে ডিভিশন দিতে হাইকোর্টে রিট দায়ের করেন তাদের পক্ষে আইনজীবীরা।

পাঁচ নেতা হলেন,  বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচবি খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×