ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

স্বাধীনতাবিরোধীদের ছাড় নয়: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ১৯:৩৩, ১৬ ডিসেম্বর ২০২২

স্বাধীনতাবিরোধীদের ছাড় নয়: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

কোনোক্রমেই স্বাধীনতাবিরোধীদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নওগাঁয় আওয়ামী লীগের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, মানবতার কথা বলে স্বাধীনতাবিরোধীরা দেশকে ধ্বংস করতে চায়। তারা আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কোনোক্রমেই তাদের আর ছাড় দেয়া হবে না।

বিএনপির উদ্দেশে সাধন চন্দ্র মজুমদার বলেন, তারা স্বাভাবিক রাজনীতি করলে সরকারের আপত্তি নেই। আগুন-সন্ত্রাস করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রুখে দাঁড়াবে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×