ডা. শফিকুর রহমান
জঙ্গি সংশ্লিষ্টতার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার আজ শফিকুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকার বাসা থেকে সাদা পোশাকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জামায়াতের আমিরকে আটক করে।
এদিকে, তার গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। তারে আগে বিএনপির সঙ্গে একাত্বতা রেখে আন্দোলনের জন্য ১০ দফা কর্মসূচি ঘোষণা করে জামায়াত আমির।
এমএইচ