ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইশরাককে না পেয়ে বাসভবনে ভাঙচুরের অভিযোগ 

প্রকাশিত: ১২:৫৯, ১৩ ডিসেম্বর ২০২২

ইশরাককে না পেয়ে বাসভবনে ভাঙচুরের অভিযোগ 

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান

প্রয়াত সাদেক হোসেন খোকার বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালানোর নামে ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। 

তিনি বলেন, গতকাল রাতে প্রয়াত সাদেক হোসেন খোকার বাসভবনে পুলিশ হানা দিয়েছে। সেখানে তার ছেলে ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে না পেয়ে তাদের বাসভবনে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির নামে পুলিশ ইশরাক ও তার মায়ের কক্ষে ব্যাপক ভাঙচুর করেছে।

নজরুল ইসলাম খান বলেন, ইশরাককে না পেয়ে তার বাসার দারোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ির সিসি ক্যামেরাও নিয়ে গেছে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×