ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নয়াপল্টনের বিকল্প কমলাপুর স্টেডিয়াম চায় বিএনপি, ডিএমপি বলছে বাঙলা কলেজ 

প্রকাশিত: ২২:২০, ৮ ডিসেম্বর ২০২২; আপডেট: ২২:২৩, ৮ ডিসেম্বর ২০২২

নয়াপল্টনের বিকল্প কমলাপুর স্টেডিয়াম চায় বিএনপি, ডিএমপি বলছে বাঙলা কলেজ 

সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি প্রতিনিধি দল। রাজধানীতে গণসমাবেশ করার জন্য নয়া পল্টনের বিকল্প কমলাপুর স্টেডিয়াম মাঠের অনুমতি চেয়েছে বিএনপি।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে গণসমাবেশ করার জন্য প্রস্তাব দিয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, আজ রাতেই বিএনপি প্রতিনিধি দল বাংলা কলেজ ও কমলাপুর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করবে। এরপর সিদ্ধান্ত হবে কোথায় সমাবেশ করা হবে।

বুলু আরও বলেন, ডিএমপি পল্টনে সমাবেশ করতে দেবে না। আমরাও সোহরাওয়ার্দী উদ্যানে যাবো না। তাই বৈঠকে বিকল্প দুটি মাঠের কথা এসেছে।

এর আগে সন্ধ্যায় ৭টা ১০ মিনিটের দিকে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরের প্রবেশ করে। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এসআর/ এমএম

সম্পর্কিত বিষয়:

×