ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জটিলতা নিরসনে ডিএমপিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

প্রকাশিত: ১৯:২০, ৮ ডিসেম্বর ২০২২

জটিলতা নিরসনে ডিএমপিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠকে যাচ্ছে বিএনপি

আগামী ১০ ডিসেম্বরের সমাবেশের স্থান নিয়ে জটিলতা নিরসনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) মিন্টু রোডের ডিএমপি কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টা দিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিএনপির প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এ জে মোহাম্মদ আলী, আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×