ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রকাশিত: ১৫:৫৬, ৭ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৭:০৫, ৭ ডিসেম্বর ২০২২

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত ১০

পুলিশ-বিএনপি সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ১০ জন।
  
বুধবার (৭ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। মুমূর্ষ অবস্থায় ওই যুবককে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান রুমি জানান, বিএনপি পার্টি অফিসের সামনে রাস্তায় শটগানের গুলিতে আহত হয়ে পড়েছিলেন ওই যুবক। তখন তাকে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে যান আসেন তারা। নিহতের নাম মকবুল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

মাদরাসা শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ, মেয়রের দ্রুত স্থান ত্যাগ 

এদিকে, সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার একপাশ বন্ধ হওয়ার উপক্রম হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিএনপির কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে নেতাকর্মীরা। 

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি পল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করতে চাইছে না বিএনপি।

নয়াপল্টনে সমাবেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি

এমএম/এমএইচ

সম্পর্কিত বিষয়:

×