ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আগের সিদ্ধান্তেই ডিএমপি, নয়াপল্টনে বিএনপির সমাবেশ নয় 

প্রকাশিত: ১২:৪৫, ৭ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৪:৪৬, ৭ ডিসেম্বর ২০২২

আগের সিদ্ধান্তেই ডিএমপি, নয়াপল্টনে বিএনপির সমাবেশ নয় 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।  

মতিঝিলের ডিসি হায়াতুল ইসলাম বলেন, বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেয়া হয় নাই। আমরা (ডিএমপি) আগের সিদ্ধান্তেই আছি। তবে আলোচনা করে এ বিষয়ে (মাঠের বিষয়ে) সমাধান হতে পারে।

এর আগে বুধবার সকালে হঠাৎ গুঞ্জন ওঠে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে পুলিশের এ কর্মকর্তা এ তথ্য জানান।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×