ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার

প্রকাশিত: ১১:১৬, ৭ ডিসেম্বর ২০২২

কেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার

১৪ দলীয় জোট

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নিউ ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে সভাটি অনুষ্ঠিত হবে। এতে ১৪ দলের সকল শরীক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪ দলের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে সভায়। এছাড়া আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশও সভার আলোচ্য বিষয় হতে যাচ্ছে বলে জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছন্দ হারিয়ে ফেলে ১৪ দল। তবে আমির হোসেন আমুর নেতৃত্বে টানা বৈঠকের মধ্য দিয়ে সক্রিয়তা বেড়েছে এই জোটের।
 

 

এমএম

×