ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

প্রকাশিত: ১১:৩৫, ১৫ নভেম্বর ২০২২

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

বিএনপি নেতারা

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করতে গেলেন বিএনপি নেতারা। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে তারা প্রবেশ করেন।

জানা গেছে, এই বৈঠকের মূল আলোচনার বিষয় হলো আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের জন্য অনুমতি চাওয়া।

বৈঠক করতে বিএনপির পক্ষ থেকে ডিএমপি কার্যালয়ে গেছেন- ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্যসচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×