মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সোহরাব উদ্দিনের মুক্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সোহরাবের বিরুদ্ধে করা মামলা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মামলায় নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। তাই এই মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি করছি।
ফখরুল বলেন, দেশ আজ এক বৃহত্তর বন্দিশালা। বিএনপিসহ বিরোধী মতের বিরুদ্ধে প্রতিহিংসামূলক অসত্য মামলা দায়ের করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য কেউ যেন আন্দোলন করতে সাহস না পায়। তবে তৃণমূল থেকে মানুষ জেগে উঠতে শুরু করেছে। সরকারের অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে তারা এখন রুখে দাঁড়াচ্ছে।
হত্যা-গুম-অপহরণ ও মামলা দায়ের করে গ্রেপ্তার ও কারারুদ্ধ করার মাধ্যমে দমন-পীড়ন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাক্সক্ষা দেশের গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী জনগণ কখনোই বাস্তবায়িত হতে দেবে না। দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ।
ইসি বিভ্রান্তি সৃষ্টিতে লিপ্ত- রিজভী ॥ নির্বাচন কমিশন (ইসি) বিভ্রান্তিতে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
সোমবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা এখন যে কথাগুলো বলছে, এটা ওদের মনের ভেতরের কথা নয়। এই কথাগুলো বলছে বিভ্রান্তি তৈরি করার জন্য। এই নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করবেন, নিশিরাতে নির্বাচন করবেন না আরেকটা অভিনব ভোট ডাকাতির নির্বাচনের নতুন দৃষ্টান্ত দেখাবেন- সেটা এই মুহূর্তে বলা মুশকিল।