মেঘশিরীষ ফুলের রঙ সাধারণত গোলাপী বা হালকা সবুজ। ফুলের আকৃতি গুচ্ছবদ্ধ। প্রতিটি গুচ্ছে কয়েকশো ফুল থাকে। ফুলের সৌন্দর্য বিকীর্ণ পরাগ-কেশরে নিহিত। পরাগকেশরের অগ্রভাগ গোলাপী, নিচের অংশ সাদা। ফুল মৃদু সুগন্ধযুক্ত। ফেনীর সোনাগাজী থেকে তোলা।