ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

আপা আপনেরে অনেক সুন্দর লাগতাছে

ছবি: রিজওয়ান করিম

প্রকাশিত: ১৭:১৫, ২৯ নভেম্বর ২০২৩

আপা আপনেরে অনেক সুন্দর লাগতাছে

আপা আপনেরে অনেক সুন্দর লাগতাছে

‘আপা আপনেরে অনেক সুন্দর লাগতাছে। একটা গোলাপ নেন।’ এমন কথাগুলো শুনেনি রাজধানীর  সড়কের সিগনালে অপেক্ষা করা বা পার্কে যাওয়া মানুষেরা। রাজপথে এই ফুলকুমারী শিশুদের সারাদিন ফুলের মাঝে দেখা গেলেও। মূলত তারা তারা বরাবরের মত সমাজের অন্ধকারের বাসিন্দা। যেই বয়সে তাদের স্কুলের মাঠে গোল্লাছুট, কানামাছি, ছোঁয়াছুঁয়ি খেলে বেড়ানোর কথা সেই বয়সে তাদেরকে বেছে নিতে হয়েছে জীবিকার রাস্তা                             

×