ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

সিঁদুর উৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসজর্ন

প্রকাশিত: ২২:২৩, ৫ অক্টোবর ২০২২; আপডেট: ২২:৫৫, ৫ অক্টোবর ২০২২

সিঁদুর উৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসজর্ন

প্রতিমা বিসর্জন। ছবি: জনকণ্ঠ

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দূগাপুজা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে বিসর্জন।

সিঁদুর উৎসবে সেলফিতে ফ্রেমবন্দি হলেন তারা।

মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা।

নদীতে প্রতিমা বিসর্জন দেন ভক্তরা। ছবি: জনকণ্ঠ

মায়ার স্পর্শে তরুণীর গালে ছোঁয়ানো হচ্ছে সিঁদুর।

টাঙ্গাইলের ধনবাড়ীর ঝিনাই নদীতে প্রতিমা বিসর্জন।

দশমীর দিনে সিঁদুরের রঙে রাঙিয়ে নিলেন নিজেদের।

স্বজনরা একে অপরে গালে মাখছেন সিঁদুর।

সিঁদুর খেলা যেন অন্য রকম আনন্দের বহিঃপ্রকাশ। ছবি: জনকণ্ঠ

সিঁদুরের স্পর্শে প্রাণবন্তময় তারা।

এসআর

সম্পর্কিত বিষয়:

×