
প্রতি বছরের ন্যায় ২০২৫ সালের ২৩ এপ্রিল যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত ম্যাগাজিন টাইমস হায়ার এডুকেশন (ঞঐঊ) প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং। ২০০৪ সাল থেকে প্রকাশিত হওয়া এই ম্যাগাজিনটিতে ১১৫টি দেশ বা রাজ্যের ২৮৫৫টি বিশ্ববিদ্যালয়ের পাঠদান, গবেষণা, বিশ্লেষণ, আন্তর্জাতিক অঙ্গনের শিক্ষার মান, প্রয়োগিকতা পদ্ধতি প্রভৃতি বিষয় সামনে রেখে সেরামানের বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করেছে অনলাইনভিত্তিক এই ম্যাগাজিন।
এ বছর সেরা দশের প্রথমে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। দুই, তিন ও চার নম্বর অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের- মাচাচুয়েট ইউনিভার্সিটি অব টেকনোলজি, হারভার্ড ইউনিভার্সিটি ও প্রিন্সটন ইউনিভার্সিটি। ৪ ও ৫ নম্বরে আছে প্রিন্সটন ইউনিভার্সিটি এবং হার্বার্ড ইউনিভার্সিটি। ৬ থেকে ৯ এ রয়েছে স্টান্ডফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং ১০ নম্বরে রয়েছে ইয়েল ইউনিভার্সিটি।
এবারের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের ৩টি যুক্তরাজ্যভিত্তিক এবং বাকি ৭টি বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রে অবস্থিত। সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয় ১১তম এবং চীনের সিংগুয়া বিশ্ববিদ্যালয়টি ১২তম হওয়ার সম্মান লাভ করেছে।
মুসলিম ৩০টির অধিক দেশের মধ্যে সৌদি আরবের বাদশা ফাহাদ পেট্রোলিয়াম ও মিনারেলস বিশ্ববিদ্যালয় ১৭৬তম এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিশ্ববিদ্যালয় ৯১তম স্থান লাভ করে। বাংলাদেশ র্যাঙ্কিং– এ ২৮৫৫ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮০১ থেকে ১৫০০+ সিরিয়ালে রয়েছে। যেখানে ২৪টি বিশ্ববিদ্যালয় অর্থাৎ এ যাবত রেকর্ড সংখ্যক বিশ্ববিদ্যালয় নিজেদের ধরে অবস্থান রাখতে সক্ষম হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলো হলো– গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি দেশের সেরা ৫ বিশ্ববিদ্যালয়ের খেতাব অর্জন করেছে। বাকি ১৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, চুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, রুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আইইউবিএটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউল্যাব এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
পর্যালোচনায় দেখা যায়, সার্কভুক্ত ৮টি দেশের মধ্যে ইন্ডিয়ার ১৩৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যার প্রথম তিনটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সাইন্স ২০১-২৫০ এবং আন্না ইউনিভার্সিটি ও মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি ৪০১-৫০০ সিরিয়ালের মধ্যে। পাকিস্তানের ৯৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কায়েদে ই আজম ইউনিভার্সিটি ৪০১-৫০০ এবং এয়ার ইউনিভার্সিটি ৬০১-৮০০ এর মধ্যে। নেপালের মাত্র দুটি ইউনিভার্সিটি স্থান পেয়েছে কাঠমান্ডু ইউনিভার্সিটি এবং ত্রিভুবন ইউনিভার্সিটি– উভয়ই ১৫০১ সিরিয়ালে। শ্রীলংকার নয়টি ইউনিভার্সিটি স্থান পেয়েছে যেখানে ১০০১-১২০০র মধ্যে আছে ইউনিভার্সিটি অব কলম্বো। তবে সার্বভুক্ত ৮টি দেশের মধ্যে ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।
লেখক : শিক্ষার্থী
প্যানেল