ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বিদেশী কর্মী নিয়োগ

প্রকাশিত: ২১:০৭, ২৬ এপ্রিল ২০২৫

বিদেশী কর্মী নিয়োগ

সরকার বাংলাদেশে বিদেশী কর্মী নিয়োগে লাগাম টানতে যাচ্ছে। বর্তমানে যারা সাধারণ কর্মী হিসেবে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে কাজ করছেন, তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন না করার নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি কোনো বিদেশীর ক্ষেত্রে ভিসার শর্ত ভঙ্গ হলে অর্থাৎ যে প্রতিষ্ঠানে কাজের জন্য এসেছেন বা যে কাজের জন্য এসেছেন, সেই প্রতিষ্ঠানে বা সেই কাজ না করলে তাকে কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠানো হবে। ইতোমধ্যে  কয়েকজন বিদেশীকে ভিসার শর্ত ভঙ্গ ও অপরাধে জড়িয়ে পড়ার কারণে কালো তালিকাভুক্ত করে ফেরতও পাঠানো হয়েছে। এছাড়াও যেসব দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে, সেসব দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ করা হবে। তবে সরকার আয়োজিত প্রোগ্রাম, আন্তর্জাতিক বা দ্বিপক্ষীয় টুর্নামেন্ট এবং প্রতিরক্ষা, জাতিসংঘ ও তাদের অধীনস্থ সংস্থার কর্মী ও কূটনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া অব্যাহত থাকবে। ক্রিকেট ছাড়া অন্য খেলার সঙ্গে সম্পৃক্তদের, বিশেষ করে ফুটবলারদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে না।
টিআইবির গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ৪৪ টির বেশি দেশের নাগরিক বিভিন্ন খাতে কর্মরত। এর মধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে ভারত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুর, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, নরওয়ে ও নাইজিরিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বাংলাদেশে রুশ নাগরিকদের উপস্থিতিও বেড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশী কর্মী কাজ করছেন তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আন্তর্জাতিক এনজিও, চামড়া শিল্প, চিকিৎসা সেবা এবং হোটেল-রেস্তোরাঁয় উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী কাজ করছেন। বিদেশী কর্মীর নিয়োগ কমানোর ক্ষেত্রে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ কর্তৃপক্ষ বলছে- অপারেটর, টেকনিশিয়ান, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক নিয়োগ নিরুৎসাহিত করা হলে সমস্যা হবে না। কারণ, এখন দেশেই এ ধরনের পর্যাপ্ত কর্মী পাওয়া যাচ্ছে। বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রামের ফ্যাশন টেকনোলজি ইউনিভার্সিটি থেকে অনেক শিক্ষার্থী বিভিন্ন ট্রেডে কোর্স সম্পন্ন করে বের হচ্ছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন কোর্স পড়ানো হচ্ছে। দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৈদেশিক মুদ্রার ব্যয় কমানো, রাজস্ব ফাঁকি বন্ধে বিদেশী কর্মী নিয়োগ কমানোর জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে শুধু বিশেষজ্ঞ পর্যায়ের কর্মী নিয়োগে সরকারি অনুমোদন দেওয়া হবে। ফলে, দেশে বেকারত্ব কিছুটা হলেও হৃাস পাবে- এমনটাই প্রত্যাশা।

প্যানেল

×