
নিরাপদ পানি মানুষের জীবনের অন্যতম মৌলিক অধিকার। এটি নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। অথচ রাজধানী ঢাকায় এই অধিকার মারাত্মকভাবে উপেক্ষিত। ঢাকার অসংখ্য এলাকায় ওয়াসার সরবরাহকৃত পানির গুণমান নিয়ে দীর্ঘদিন ধরেই বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পানিতে তীব্র দুর্গন্ধ, কালচে বা হলদে বর্ণ, ময়লা এবং কখনো কখনো পোকামাকড় পর্যন্ত পাওয়া যায়। এই পানি পান করার কথা তো দূরে থাক, রান্না, গোসল কিংবা ধোয়ামোছার মতো সাধারণ কাজেও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। ডায়রিয়া, চর্মরোগ, চোখের সমস্যা এবং দীর্ঘমেয়াদে কিডনি ও লিভারজনিত জটিলতা দেখা দিচ্ছে অনেকের মধ্যে। বিশেষ করে বস্তি বা নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি বিপদে আছেন। যাদের পক্ষে বিকল্প উৎস থেকে নিরাপদ পানি সংগ্রহ করা প্রায় অসম্ভব। যেখানে স্বাস্থ্যবান, সচল একটি নগরীর ভিত্তি গড়ে ওঠে বিশুদ্ধ পানির সরবরাহের ওপর, সেখানে নোংরা ও বিপজ্জনক পানি ঢাকার মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এটি শুধু নাগরিক অধিকার হরণ নয়, বরং একটি মানবিক সংকট। তাই ঢাকাবাসীর স্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের স্বার্থে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করতে ওয়াসা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
প্রজ্ঞা দাস
ইডেন মহিলা কলেজ
প্যানেল