ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ট্রেন যাত্রায় হিজড়াদের বিড়ম্বনা

প্রকাশিত: ২০:৪৮, ২৫ এপ্রিল ২০২৫

ট্রেন যাত্রায় হিজড়াদের বিড়ম্বনা

বাংলাদেশে ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা নানা রকম। তবে এর মধ্যে একটি অস্বস্তিকর বিষয় হলো হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) আচরণ ও উপস্থিতি। ট্রেনে উঠেই দাবি করে বসে টাকা এবং তা একপ্রকার জোর করেই আদায় করার চেষ্টা করে। তাদের হাত থেকে রেহাই পায় না ট্রেনে থাকা ঘুমন্ত যাত্রীরাও। কারো কাছ থেকে টাকা না পেলে কটূক্তি বা অশোভন আচরণ করাও অস্বাভাবিক নয়। তাই অনেকেই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে টাকা দেন। সম্প্রতি ঢাকা থেকে রংপুর যাত্রাকালে ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ কমলাপুর, জয়দেবপুর, সান্তাহার ও পার্বতীপুরসহ মোট ৪ বার হিজড়ারা ট্রেনে উঠে ও টাকা দাবি করে। তাদের এভাবে বারবার ট্রেনে উঠে টাকা দাবি করা এবং আচরণে যাত্রীরা বিরক্ত।
পরিশেষে, রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এই যে, ট্রেনের মধ্যে হিজড়াদের প্রবেশ নিষিদ্ধ করে সাধারণ যাত্রীদের ট্রেন ভ্রমণ আনন্দময় করতে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

তারিক মিল্লাত
কুষ্টিয়া

প্যানেল

×