
ঝড়বৃষ্টি শুরু হয়েছে মহানগরীতে, তবে পরিমাণে সামান্য। শুধু বুধবারই টানা কয়েক ঘণ্টা থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হয়। বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়নি বলে নাগরিকদের বিশেষ বিড়ম্বনায় পড়তে হয়নি।
হত্যার কারণ হাসি!
ঢাকায় শিক্ষার্থী পারভেজের হত্যাকাণ্ড সারা দেশেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। সুদর্শন ওই যুবক ক্যাম্পাসের দু’জন ছাত্রীকে দেখে হেসেছেন, এই ছিল অপরাধ। হত্যার পরে দু’জনের ভেতর এক ছাত্রীর নিষ্ঠুর ফেসবুক পোস্ট পুরো ঘটনাকে ভিন্ন মাত্রা দিয়েছে। এ নিয়ে বড় ধরনের প্রতিবাদ হচ্ছে।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসের প্রশাসন ভবনের গেটের সামনে ১০-১৫ জন মিলে একজন শিক্ষার্থীকে পেটাচ্ছে। ঐ শিক্ষার্থী প্রশাসন ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। এর মধ্যেই একজন ছুরিকাঘাত করেন তাকে। এক পর্যায়ে প্রশাসন ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা ঐ শিক্ষার্থীকে ভেতরে ঢুকিয়ে কলাপসিবল গেট বন্ধ করে দেন। এরপর হামলাকারীরা চলে যায়। ঐ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের ওপর হামলার এমন দৃশ্য সিসিটিভির ফুটেজে দেখা গেছে। হাসপাতালে নেওয়ার পর পারভেজের মৃত্যু হয়।
মর্মান্তিক ঘটনার কয়েকটি আপডেট হলো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ আসামি ৮; ‘কতিপয়’ বৈষম্যবিরোধীর আচরণ ‘রক্ষীবাহিনীর’ মতো- একথা বলেছে ছাত্রদল। সিসিটিভি ফুটেজ দেখে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে, ওসির বয়ান। এবং খুনিদের ফাঁসি হলে ছেলের আত্মা শান্তি পাবে, জাহিদের মায়ের বক্তব্য।
তরুণ প্রজন্মের ভেতর কীভাবে এমন হন্তারক মন লালিত হচ্ছে, সেটি সমাজবিদদের জিজ্ঞাসা। অল্পবয়সী মেয়েদের আচরণ, মনোভাবের বহির্প্রকাশ কেন এতটা নির্মম হয়ে উঠছে, সেটাও প্রশ্ন। শুধু হাসির জন্য একটি তরুণ প্রাণ ঝরে যাওয়া আমাদের সমাজের জন্য অশনি সংকেত। অহমিকা, আত্মম্ভরিতা, অস্থিরতা, নিষ্ঠুর প্রতিশোধস্পৃহা এসব তরুণদের ভেতর ডালপালা মেলছে, এই বাস্তবতা ভয়ঙ্কর। সন্তানদের সুপথে আনার জন্যে শিক্ষক-অভিভাবকসহ গোটা সমাজেরই জরুরি উদ্যোগ নিতে হবে।
গুলশানে নয় ব্যাটারিচালিত রিক্সা
গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিক্সা চালানোর দাবিতে মিছিল-সমাবেশ করেছেন রিক্সাচালকরা। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশানের কালাচাঁদপুর ও বনানী ১১ নম্বর সড়কে সমাবেশ করেন তাঁরা। সমাবেশে অংশ নেওয়া রিক্সাচালকরা অভিযোগ করেন, গুলশান সোসাইটির নিবন্ধিত রিক্সা ছাড়া অন্য কোনো ব্যাটারিচালিত রিক্সা গুলশান এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কালাচাঁদপুরে সমাবেশের সময় রিক্সাচালকদের কেউ কেউ সড়কে শুয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে সড়কে যানচলাচল বন্ধ না করতে তাঁদের অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধে সাড়া না দিয়ে কয়েকজন রিক্সাচালক সড়কে শুয়েই থাকেন। পরে পুলিশ সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহম্মেদ মাসুদ বলেন, গুলশান সোসাইটির নিবন্ধিত রিক্সাগুলো গুলশান এলাকার যাত্রী পরিবহন করে থাকে। সম্প্রতি গুলশান এলাকায় ছিনতাই-চাঁদাবাজি ও যানজট বেড়ে গেছে। কারণ, অনিবন্ধিত রিক্সার চলাচল বেড়েছে। এ জন্য নিবন্ধিত রিক্সা ছাড়া ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধ করা হয়েছে। এ কারণে একশ্রেণির রিক্সাচালক সকাল থেকে গুলশান ও বনানী এলাকায় সমবেত হয়ে মিছিল করেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে রিক্সাচালকদের জানিয়ে দেওয়া হয়েছে, গুলশান সোসাইটিতে নিবন্ধন করিয়ে তাঁরা যেন গুলশান এলাকায় রিক্সার যাত্রী পরিবহন করেন।
আলোচিত বর্ষবরণ
গত মঙ্গলবার জনকণ্ঠ প্রকাশিত হয়নি নববর্ষের ছুটির কারণে। সেজন্যে রেকর্ড রাখার প্রয়োজনে সামান্য আলোকপাত করছি। এবারও যথানিয়মে ঢাকার নাগরিকেরা পয়লা বৈশাখে নানা অনুষ্ঠান ও উৎসবে যোগ দিয়েছেন। এবার সংখ্যায়ও যেন একটু বেশিই ছিল অনুষ্ঠান। লক্ষণীয় হলো বিএনপি আমলে নববর্ষ বরণে ঢাকার ঐতিহ্যবাহী রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান বিটিভি সরাসরি সম্প্রচার করত না। এবার সরাসরি সম্প্রচার করা হলেও সমভাবে গুরুত্ব দেয়া হয়েছে ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানকে। একই সময়ে সরাসরি দুটি অনুষ্ঠান পালাক্রমে দেখানো হয়েছে। অর্থাৎ যারা রমনায় যাননি, ঢাকা ও ঢাকার বাইরের মানুষ বিটিভিতে ছায়নটের পুরো আয়োজন দেখতে পারেননি।
এবার মঙ্গল শোভাযাত্রার নাম বদলে ফেলা হয়েছে। পয়লা বৈশাখ সকালে চারুকলা থেকে বের হয় একই ধরনের শোভাযাত্রা, তবে তার নাম ছিল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। আগেই বলা হয়েছিল, এবারের শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিচ্ছেন। শোভাযাত্রায় স্থান পায় সাতটি বড় মোটিফ, সাতটি মাঝারি মোটিফ ও সাতটি ছোট মোটিফ। ‘স্বৈরাচারের মুখাকৃতি’ নামে শোভাযাত্রার জন্য তৈরি করা মোটিফে আগুন দেওয়ার ঘটনা ঘটে নববর্ষের আগেই। এতে ২০ ফুট উচ্চতার মোটিফটি সম্পূর্ণ পুড়ে যায়। রাতারাতি নতুন করে মোটিফ তৈরি করা হয়। স্বৈরাচারের মুখাকৃতি মোটিফটি বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা দেয়ার প্রয়াস নেয়া হয়। যদিও বহু নাগরিকের কাছে এটি হাসিনার মুখের আদল বলে মনে হয়নি। তবে এই প্রতিকৃতি নিয়ে নাগরিকদের মধ্যে ছিল বিপুল কৌতূহল। যে কোনো শিল্পকর্মেরই নান্দনিক একটি রূপ থাকে। সে-বিবেচনায় প্রতিকৃতিটি দুর্বল ও কুৎসিত। হয়তো সেটি বিচার করেই প্রধান জাতীয় দৈনিকগুলোতে শোভাযাত্রার যে ছবি ছাপা হয় তাতে ওই প্রতিকৃতিটি প্রকটভাবে প্রদর্শিত হয়নি। বরং কিছুটা পেছনের দিকে সেটি রয়েছে, এমন ছবি ছাপানো হয়।
‘কাফন মিছিল’
ছয় দফা দাবিতে রবিবার ঢাকার আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে প্রায় দুই ঘণ্টা সমাবেশ করেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। উল্লেখ্য, এর দুদিন আগে শুক্রবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জুমার নামাজের পর ‘কাফন মিছিল’ করেন। জুমার নামাজের পর বেলা ২টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের সামনে থেকে ‘কাফন মিছিল’ বের হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল। কারও কারও পরনেও ছিল কাফনের কাপড়। ক্যাম্পাসে অবস্থান নিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, ‘আমরা সচিবালয়ে বৈঠক করে ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু সেসবের কোনো বাস্তবায়ন নেই। বৃহস্পতিবার আমাদের কর্মসূচি শিক্ষা উপদেষ্টার আহ্বানে শিথিল করেছিলাম। কিন্তু বৈঠকে গিয়ে দেখি, শিক্ষা উপদেষ্টাও নেই, সচিবও নেই। তাই আমরা এসি রুমের বৈঠক প্রত্যাখ্যান করলাম। দাবি আদায় না হলে জনদুর্ভোগ না হয়-এমন কঠোর কর্মসূচিতে আমরা যাব।’
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে।
এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।
শিশু ধর্ষকদের জন্য দুঃসংবাদ
রাজধানীতে ৬ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার দায়ে এক তরুণকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাসির (২৫)। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। রায়ের তথ্য অনুযায়ী, শিশুটি রাজধানীর একটি এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকে। এলাকার বাসিন্দা নাসির শিশুটির পূর্বপরিচিত ছিল। শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ২০২১ সালের ২৭ ডিসেম্বর পাশের একটি বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে নাসির।
এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২২ সালের ৩১ মে নাসিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এখন রায় ঘোষণা করা হলো।
ইস্টার সানডে
খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস ছিল রবিবার। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের। খ্রিস্টান ধর্ম মতে, এই দিনে ঈশ্বরপুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপৎগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রবিবার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রবিবারকে ইস্টার সানডে বলা হয়। ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া যৌথ বিবৃতিতে বিশ্বের সব খ্রিস্টান ভাইবোন ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইস্টার সানডের চেতনা বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালনে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ক্স ফিলিস্তিনে যা হচ্ছে তা গণহত্যা, বলেছেন ঢা.বি-র ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনিদের প্রতি সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন। ফিলিস্তিন সংহতি কমিটি, বাংলাদেশ এ সমাবেশের আয়োজন করে।
ক্স ট্রাম্প শি মোদি এসে কিছু করে দিয়ে যাবেন না, বলেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল। শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির সেমিনার হলে আয়োজিত ‘বাংলাদেশের ক্ষমতায়ন : নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
ক্স বিগত শাসনব্যবস্থা কেবল ইয়েস বলতে শিখিয়েছে, বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটির একই আয়োজনে তিনি এ বক্তব্য দেন।
ক্স সংস্কার হচ্ছে নির্বাচন পেছানোর বাহানা, বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার রাজধানীর বনানীতে দলের বর্ধিত সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ক্স এখন যারা নির্বাচনের কথা বলে তারা লুটেরা ও মাফিয়া শ্রেণি, বলেছেন চিন্তাবিদ ফরহাদ মজহার। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ৯৩টি দলের সমন্বয়ে ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন আন্দোলনের ব্যানারে রাষ্ট্র গঠনে সংস্কার কমিশনের প্রস্তাব ও তার বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
না, এটি কোনো মোটরবাইকের জন্যে নির্ধারিত কোনো পার্কিং এরিয়া নয়। কিংবা নয় মোটর সাইকেল প্রর্দশনী। ছবি দেখে এমনটা মনে হওয়া স্বাভাবিক। গুলশান-তেজগাঁও লিঙ্ক রোডের ছবি। ছাপা হয়েছে ইংরেজি দৈনিক দি বিজনেস স্ট্যান্ডার্ডে। ফুটপাতে দোকানপাট বসার সংস্কৃতি থেকে উদ্বুদ্ধ হয়ে বাইকঅলারা অনুপ্রাণিত হয়ে এই কাজ করেছেন বলে মনে হয়। ফলে ফুটপাত অত্যন্ত সরু হয়ে পড়েছে এবং পথচারীদের কষ্ট করে পথ চলতে হচ্ছে। ঢাকা শহরে চোখকান খোলা রাখলে দেখবেন বহু ফুটপাতেই স্থায়ী প্রতিবন্ধক দেওয়া হয়েছে যাতে করে মোটরবাইক ফুটপাতে ঢুকতে না পারে। মানুষ হেঁটে যেতে পারবে, কিন্তু বাইক ঢোকার সময় বাধা পাবে। তবু বাইকঅলাদের লজ্জা নেই। যেখানকার ফুটপাতে এ ধরনের প্রতিবন্ধকতা নেই, সেখানে বীরদর্পে তারা বাইক হাঁকান। এতে ফুটপাতের অবস্থান করা লোকেরা সভয়ে সরে যান। জনকণ্ঠের রিপোর্টে মাঝেমধ্যে এসব বাইকারদের লাটভাই (লাটসাহেব থেকে লাটভাই) হিসেবে সম্বোধন করা হয়ে থাকে। আরও ভালো নাম পেলে সংবাদকর্মীরা নিশ্চয়ই সেটি গ্রহণ করবেন। বলাবাহুল্য ট্রাফিক পুলিশেরা এসব দেখেও দেখেন না। হয়তো অন্য কোনো বন্দোবস্ত আছে।
২০ এপ্রিল ২০২৫
[email protected]
প্যানেল