ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ধনী হওয়ার গোপন সূত্র, যে বইগুলো বদলে দেবে আপনার চিন্তাভাবনা

প্রকাশিত: ১২:২২, ২১ এপ্রিল ২০২৫

ধনী হওয়ার গোপন সূত্র, যে বইগুলো বদলে দেবে আপনার চিন্তাভাবনা

ছবি : সংগৃহীত

নিচে ধনী হওয়ার গোপন সূত্র এবং অর্থনৈতিক সাফল্য অর্জনের পথে চিন্তাভাবনার রূপান্তর ঘটাতে সাহায্য করবে- এমন কিছু বইয়ের তালিকা দেওয়া হলো, যেগুলো সত্যিই বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি

 

 

1. Think and Grow Rich – Napoleon Hill  
   অর্থনীতির মনস্তত্ত্ব ও সফল মানুষের অভ্যাস নিয়ে লেখা এই ক্লাসিক বইটি ধনী হওয়ার মানসিকতা গঠনে অন্যতম পথপ্রদর্শক।

 

2. Rich Dad Poor Dad – Robert Kiyosaki  
   অর্থ ও বিনিয়োগ সম্পর্কে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে কিভাবে ভিন্নভাবে চিন্তা করতে হয়—সে শিক্ষা দেয় এই বই।

3. The Millionaire Fastlane – MJ DeMarco  
   ধীরে ধীরে নয়, বরং দ্রুত ধনী হওয়ার বাস্তবিক পথ কীভাবে তৈরি করা যায়, তা নিয়ে চমৎকার বিশ্লেষণ রয়েছে এই বইতে।

 

 

4. Your Money or Your Life – Vicki Robin & Joe Dominguez  
   অর্থ ও সময়ের সম্পর্ক, এবং অর্থনৈতিক স্বাধীনতার দার্শনিক ও ব্যবহারিক দিক তুলে ধরে এই বই।

5. The Richest Man in Babylon – George S. Clason  
   প্রাচীন ব্যাবিলনের প্রেক্ষাপটে সহজ গল্পের মাধ্যমে সঞ্চয়, বিনিয়োগ ও ধন বৃদ্ধির চিরন্তন নীতিগুলো শেখায়।

 

6. The Psychology of Money – Morgan Housel  
   টাকা নিয়ে মানুষ কীভাবে চিন্তা করে, এবং সেই চিন্তাধারার প্রভাব কীভাবে আমাদের আর্থিক ভবিষ্যৎ গড়তে পারে—তা অনন্যভাবে ব্যাখ্যা করে এই বই।

 

 

7. I Will Teach You to Be Rich – Ramit Sethi  
   তরুণ প্রজন্মকে লক্ষ্য করে লেখা এই বইতে রয়েছে বিনিয়োগ, বাজেটিং এবং সঠিকভাবে খরচ করার কৌশল।

 

এই বইগুলো শুধু টাকা উপার্জনের উপায় শেখায় না, বরং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকেও বদলে দিতে পারে।
 

আঁখি

×