
গ্রামের সাধারণ মানুষ কখনোই রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, বরং তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—জীবনের বাস্তব চাহিদা। সম্প্রতি অনুষ্ঠিত ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে এমন মন্তব্য করেছেন ডা. আব্দুন নূর তুষার।
সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অংশ নিয়ে ডা. তুষার বলেন, “শহুরে উচ্চবিত্ত শ্রেণি বদলায়নি, আবার গ্রামের সাধারণ মানুষও বদলায়নি। তারা বরাবরই সাধারণ জীবনযাপন করে এবং সরকারে কে আছে, সেটি নিয়ে খুব একটা মাথা ঘামায় না।”
অনুষ্ঠানে সঞ্চালক খালেদ মুহিউদ্দীন প্রশ্ন তোলেন, “ইউনুস সাহেবকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তিনি দেশ চালাচ্ছেন এমনভাবে, যে নির্বাচনের প্রয়োজনই পড়ে না। তাহলে কি আমরা আসলেই বদলাইনি?” এই প্রশ্নের প্রেক্ষাপটে ডা. তুষার বলেন, “আমরা বদলেছি কিনা, এই প্রশ্নটা বেশ জটিল। ‘আমরা’ বলতে কাদের বোঝানো হচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ।”
তিনি আরো ব্যাখ্যা করেন, “গ্রামের মানুষ সবসময় জানতে চায় সরকার তাদের জন্য কী করছে। তাদের কাছে দরিদ্রদের জন্য ঋণ, স্থানীয় পর্যায়ের শালিশে ন্যায়বিচার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সরকারি সহায়তা এসবই গুরুত্বপূর্ণ।”
ডা. তুষার মনে করেন, গ্রামীণ জনগণ রাজনৈতিক পরিবর্তনের চেয়ে বরং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা নিয়েই বেশি চিন্তা করে। তাদের কাছে রাজনীতি নয়, বরং জীবনের মৌলিক চাহিদাগুলোর প্রতি সরকারের দৃষ্টি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ।
এছাড়া, এই আলোচনায় ডা. তুষার আরও বলেন, "রাজনৈতিক প্রশ্নে গ্রামের মানুষ খুব বেশি যুক্ত হয় না, তারা চায় তাদের প্রতিদিনের জীবনযাত্রা উন্নত হোক, তাদের সমস্যা সমাধান হোক। তাদের কাছে এসবই আসল প্রশ্ন।"
এসএফ