ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আস্থা ও আদর্শে ফিরুক চিকিৎসক সমাজ

প্রকাশিত: ১৯:৩৩, ১৮ এপ্রিল ২০২৫

আস্থা ও আদর্শে ফিরুক চিকিৎসক সমাজ

এক সময় ডাক্তারি ছিল মহান সেবার প্রতীক। কিন্তু আজ তা অনেকের চোখে বাণিজ্যিক পেশা। বাংলাদেশে বহু চিকিৎসক ওষুধ কোম্পানির প্রভাবের কাছে নতি স্বীকার করছেন। সম্মানী, উপহার বা বিদেশ ভ্রমণের লোভে তারা ভালো-মন্দ যাচাই না করেই, নির্দিষ্ট কোম্পানির ওষুধ রেফার করেন। এতে রোগীর স্বাস্থ্যের চেয়ে কোম্পানির স্বার্থই গুরুত্ব পায়। সরকারি হাসপাতালগুলোতে কোটি কোটি টাকার যন্ত্রপাতি থাকলেও তা প্রায়ই অব্যবহৃত থাকে। চিকিৎসকরা রোগীকে ক্লিনিক বা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পাঠান। যাতে কমিশন পাওয়া যায়। ফলে সাধারণ রোগী বাধ্য হন উচ্চমূল্যের সেবা নিতে। যেখানে সরকারি ব্যবস্থাতেই চিকিৎসা সম্ভব ছিল। দুর্ভাগ্যজনক দিকটি হলো চিকিৎসকদের এই উদাসীনতা শুধু সাধারণ মানুষের জন্য। নিজেদের আত্মীয়-স্বজনের চিকিৎসায় তারা সিরিয়াস, যত্নবান, পরিপূর্ণ চিকিৎসা নিশ্চিত করতে সচেষ্ট। অথচ অন্য রোগীর ক্ষেত্রে থাকে কেবল দায়সারা মনোভাব। এই দ্বিমুখী আচরণ প্রশ্ন তোলে, একজন চিকিৎসক কবে শুধু ‘মানবসেবা’র চেতনায় উদ্বুদ্ধ হবেন?
তবে সব চিকিৎসক এমন নন। অনেকেই এখনো সৎ, নিবেদিতপ্রাণ এবং গরিব মানুষের পাশে দাঁড়ান। কিন্তু এই সংখ্যা বাড়াতে হবে। এজন্য প্রয়োজন শিক্ষার শুরু থেকেই নৈতিকতা শেখানো, ওষুধ কোম্পানির প্রভাবের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং সচেতন সমাজের চাপ।
চিকিৎসা যেন ব্যবসা নয়, বরং মানুষের জন্য সেবার এক মহান ব্রত হয়ে ওঠে, এটাই হোক আমাদের প্রত্যাশা।

মো. সাইদুর রহমান
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

×