ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

অনেকে বলছে নির্বাচনের কোনো আলামত খুঁজে পাচ্ছি না: প্রিন্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ১৭ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:৩৮, ১৭ এপ্রিল ২০২৫

অনেকে বলছে নির্বাচনের কোনো আলামত খুঁজে পাচ্ছি না: প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ছবিঃ সংগৃহীত

প্রত্যাশিত নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে জল্পনা কল্পনা চলছে বেশ কিছু দিন ধরেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে নিজস্ব মতামত দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে এখনও অনাস্থা রয়ে গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু রাজনৈতিক দল না, বরঞ্চ এ কথা বলতে আমার কোনো দ্বিধা দ্বন্দ নাই যে এবার ঈদের সময় ছুটিতে বিভিন্ন এলাকায় যাওয়ার সুযোগ অনেক বেশি হয়েছিল। তাতে আমাকে অনেকে বলছে আপনারা বোধ হয় নির্বাচন নিয়ে অনেক বেশি আশাবাদী হচ্ছেন। আমাদেরকেই উলটা কথা বলে। অনেকে বলছে না কোনো আলামত খুঁজে পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘প্রথমে একটু ধোঁয়াশা তৈরি হয়েছিল। তারপর প্রধান উপদেষ্টা যখন বলেছিল ডিসেম্বরে হবে, সেইভাবে ঐকমত্য কমিশনকেও বলছিল, ধোঁয়াশা কেটে যাচ্ছিলো। এবং নির্বাচন কমিশনের কাছে যতটুকু আমরা শুনেছি তারা প্রস্তুত আছে। তারা কিন্তু সম্ভাব্য বিবেচনা করছে যে অক্টোবরে শিডিউল ঘোষণা করে এটা করবে। খালি নির্দেশ দিলেই হলো যে তোমরা এটা করো। তোমরা তোমাদের সুবিধামতো এইটা করো। নির্বাচনের কমিশনেরই দায়িত্ব বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা টাইমফ্রেম নির্ধারণ করা। সুতরাং এই ধোঁয়াশাটা কাটানো খুব জরুরি।’


সূত্র: https://www.facebook.com/watch/?v=4045915855728555&rdid=4pThjYRubvX2c52k

মুমু

×