ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আপনার শিশু মুখে মুখে কথা বলে! বিজ্ঞানীদের উত্তর শুনে চমকে যাবেন

প্রকাশিত: ০৯:৩২, ১২ এপ্রিল ২০২৫

আপনার শিশু মুখে মুখে কথা বলে!  বিজ্ঞানীদের উত্তর শুনে চমকে যাবেন

ছবি : সংগৃহীত

শিশুদের মুখে মুখে কথা বলার প্রবণতা একটি স্বাভাবিক বিকাশমূলক প্রক্রিয়া। ভাষা বিজ্ঞানীদের মতে, এটি শিশুর মস্তিষ্কের স্নায়বিক বিকাশের সাথে সরাসরি সম্পর্কিত। শিশুরা প্রথমে শোনা শব্দগুলো অনুকরণ করে বলার চেষ্টা করে, যা ধীরে ধীরে তাদের ভাষার দক্ষতাকে পরিণত রূপ দান করে। বাংলাদেশ শিশু হাসপাতালের এক গবেষণায় দেখা গেছে, যেসব শিশুর সাথে পরিবারের সদস্যরা নিয়মিত কথা বলে, তাদের ভাষা শেখার গতি অন্যদের তুলনায় ৪০% বেশি।

 

 

মুখে মুখে কথা বলার মাধ্যমে শিশুরা শুধু ভাষাই শেখে না, তাদের সামাজিক ও মানসিক বিকাশও ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশু বিকাশ বিভাগের অধ্যাপক ড. সুমাইয়া আখতারের মতে, "প্রতিদিন অন্তত দুই ঘণ্টা শিশুর সাথে গুণগত সময় কাটানো এবং তাদের কথা শোনার মাধ্যমে আমরা তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারি।" শিশুরা যখন কথা বলে, তখন তাদের মস্তিষ্কের ব্রোকা এরিয়া সক্রিয় হয়, যা ভাষা উৎপাদনের জন্য দায়ী।

 

বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইসের অত্যধিক ব্যবহার শিশুদের এই স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। শিশু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যেসব শিশু ট্যাব বা মোবাইল ফোনে বেশি সময় কাটায়, তাদের মধ্যে ভাষাগত বিলম্ব দেখা দেওয়ার সম্ভাবনা বেশি। এ বিষয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. শাহীন আহমেদ বলেন, "প্রযুক্তির যুগেও শিশুর সাথে সরাসরি কথা বলার অভ্যাস জরুরি। এটি না করলে শিশুর সামাজিক ও আবেগিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।"

 

 

শিশুদের ভাষা বিকাশে সহায়তার জন্য বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন। প্রথমত, শিশুর কথা বলার চেষ্টাকে উৎসাহিত করতে হবে, এমনকি যদি তা সম্পূর্ণ স্পষ্ট না হয়। দ্বিতীয়ত, শিশুর সাথে উচ্চারিত শব্দের সঠিক রূপটি ধীরে ধীরে শেখাতে হবে। তৃতীয়ত, শিশুর সাথে নিয়মিত গল্প বলা ও গান গাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সর্বোপরি, শিশুর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

×