
ছবি : সংগৃহীত
লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান তার ফেসবুক অ্যাকাউন্টে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "এই ছবিটা একদিনে আসেনি। হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সঙ্গে অজিত দোভালের মিটিং হয়েছিল- সেখান থেকেই সূচনা।"
সাদিকুর রহমান খান তার পোস্টে অভিযোগ করেন যে, গত কয়েক বছর ধরে ইউনূসকে জঙ্গি-মৌলবাদী আখ্যা দেওয়া থেকে শুরু করে হিন্দু নিপীড়নের মিথ্যা অভিযোগ তৈরি করা হয়েছে। তিনি দাবি করেন, "কোটি কোটি ডলার খরচ করে মিথ্যার বেসাতি লেখা হয়েছে, লবিং করা হয়েছে, ফেনী নদীর পানি নিয়ে সংঘাত তৈরি করা হয়েছে।" এছাড়াও তিনি আলিফ খুনের ঘটনা, ময়ুখ থেকে শুরু করে ররয়টার্সের সাংবাদিকদের দিয়ে বিরুদ্ধে অপপ্রচার এর কথাও উল্লেখ করেন।
তিনি আরও লিখেন, "তুলসী গ্যাবার্ডের মতো বিদেশি নেতাদের দিয়ে বিবৃতি দেওয়ানো হয়েছে, সীমান্তে হত্যাকাণ্ড ও হুমকি দেওয়া হয়েছে, ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো কিছুই কাজে আসেনি।"
সাদিকুর রহমান খান তার পোস্টে মোদির ব্যর্থতার দিকটি তুলে ধরে লিখেন, "মোদির সব চেষ্টাই ইউনূসের সততা, সাহস ও মেধার কাছে বুমেরাং হয়েছে। বৈঠকের ছবিতে মোদির হাত কাঁচুমাচু করে বসা বডি ল্যাঙ্গুয়েজই তার পরাজয়ের ইঙ্গিত দেয়।"
তিনি সমাপ্তি টানেন "মোদি প্রতিদিন ইউনূসের পতন দেখার স্বপ্ন নিয়ে ঘুম থেকে উঠতেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে সরাতেই পারলেন না। ভদ্রতা রক্ষার জন্য হাসলেও, এই সাত মাসের অপপ্রচার ও চাপের পরাজয় কি মোদির চোখে-মুখে ফুটে উঠছিল না?"
আঁখি