ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

স্বাধীনতা পেলে যে আপনাকে কাচড়াই হতে হবে - এমন তো কোনো দোহাই নাই: ফাহাম আব্দুস সালাম

প্রকাশিত: ১১:৫৭, ৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:০৪, ৪ এপ্রিল ২০২৫

স্বাধীনতা পেলে যে আপনাকে কাচড়াই হতে হবে - এমন তো কোনো দোহাই নাই: ফাহাম আব্দুস সালাম

ছবি : সংগৃহীত

লেখক ও এক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম ফেসবুকে নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য ও হেনস্তার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, "কাউকে হেনস্তা করার জন্য মা-মেয়ে-স্ত্রীকে নিয়ে অশ্লীল কথা বলা বাংলাদেশের একটি জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়েছে।" 


ফাহাম দাবি করেন, "ইসলামিস্টরা (বা প্রকৃত অর্থে ইসলামী লেবাসধারীরা) সবচেয়ে বেশি নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করে আনন্দ পান।" তিনি নিজেকে আওয়ামী, শাহবাগী ও ইসলামিস্ট—সবার শত্রু বলে উল্লেখ করে বলেন, "শাহবাগে যখন আমাকে রাজাকার-ছাগু বলে গালি দেওয়া হতো, সেটাও এখনকার ফেসবুকের অশ্লীলতার চেয়ে কম ছিল। বর্তমান পরিস্থিতি তার চেয়ে ২৭ হাজার গুণ খারাপ।" 


তিনি ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলেন, "আমি খুব কম ছবি তুলি বা আপলোড করি। যখনই পরিবারের কোনো নারীর (মা, স্ত্রী বা মেয়ে) ছবি শেয়ার করার কথা ভাবি, ভয় পাই। কারণ, কোনো না কোনোভাবে সেখানে অশ্লীল মন্তব্য চলে আসবে।" তিনি প্রশ্ন রাখেন, "একটি মেয়ে কী ভাববে যখন সে দেখবে, তার ছবির নিচে এমন মন্তব্য আসছে?"  

 

 

  
ফাহাম বলেন, "স্বাধীনতা মানে এই নয় যে আপনি কাউকে কাঁচড়াবেন। কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার একটি বড় অংশ এখন এই অপসংস্কৃতিকে প্রশ্রয় দিচ্ছে।" 


 

আঁখি

×