ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ফিটনেসবিহীন যানবাহন

প্রকাশিত: ২০:০৫, ২৮ মার্চ ২০২৫

ফিটনেসবিহীন যানবাহন

বাংলাদেশে ঈদ মানেই ঘরমুখো মানুষের ঢল, ব্যস্ত সড়ক, আর ভয়াবহ যানজট। এ উচ্ছ্বাসের মাঝেই এক ভয়ংকর চিত্র বারবার দেখা যায়। তা হলো ফিটনেসবিহীন, পুরনো, ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপট। বছরের পর বছর গ্যারেজে পরে থাকা কিংবা সচল থাকার ন্যূনতম মানদণ্ড হারানো এসব বাস, ট্রাক, মাইক্রোবাস, এমনকি নসিমন-করিমন পর্যন্ত রঙের প্রলেপ লাগিয়ে নামিয়ে দেওয়া হয় সড়কে। এসব যানবাহন শুধু দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় না, বরং যাত্রীদের জীবনের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এর পরিণতি হয় ভয়াবহ প্রাণঘাতী দুর্ঘটনা কিংবা সড়কে দীর্ঘ যানজটে। তাই এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায়, এ ধরনের উদাসীনতা ও সড়কে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে শুধু দুর্ঘটনা বাড়াবে না, বরং ঈদ আনন্দকে শোকে পরিণত করবে। তাই সড়কে ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম্য বন্ধ করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

প্রজ্ঞা দাস
ইডেন মহিলা কলেজ

×