ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

এখন সত‍্যি কথা শুনলেও মনে হয় -এটা গুজব: আসিফ এনতাজ রবি

প্রকাশিত: ০৯:৪৭, ২৪ মার্চ ২০২৫

এখন সত‍্যি কথা শুনলেও মনে হয় -এটা গুজব: আসিফ এনতাজ রবি

ছবি:সংগৃহীত

লেখক আসিফ এনতাজ রবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাস্যরসাত্মকভাবে তার টাইমলাইনে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "পরিস্থিতি এত ভয়ংকর যে, এখন সত্যি কথা শুনলেও মনে হয়—এটা গুজব।"

 

 

তিনি তার পোস্টে একটি মজার অভিজ্ঞতা শেয়ার করেন: "সন্ধ্যার সময় বসে ঝিমাচ্ছিলাম। মিতু ডাকলো, 'ইফতারির সময় হইছে, খেতে আসো।' আমি চোখ গরম করে বললাম, 'এটা সত্যি নাকি গুজব?' যাচাই না করে ইফতারির প্রশ্নই আসে না। যাই হোক, যাচাই-বাছাই করতে গিয়ে এশার নামাজের সময় হয়ে এলো। আরেকটু হলে তারাবির নামাজ মিস করতাম।"

 

 

তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করেছে।

আঁখি

×