ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

শুধু ‘ড.’ লেখার জন্য পিএইচডি নয়

ড. মো. শফিকুল ইসলাম

প্রকাশিত: ২০:১৫, ২৩ মার্চ ২০২৫

শুধু ‘ড.’ লেখার জন্য পিএইচডি নয়

চতুর্থ শিল্পবিপ্লবের সময় উচ্চশিক্ষা ও গবেষণার গুরুত্ব অপরিসীম। অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে উন্নত ও মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই। তাই সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ বিষয়ে নজর দেওয়া জরুরি। জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত ও অর্থনীতির চাকা সচল রাখতে তথ্য-প্রযুক্তি ও পেশাগত দক্ষতাসম্পন্ন গবেষকের চাহিদা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে ডক্টরাল গবেষণাকে গুরুত্ব দিতে হবে। কারণ, পিএইচডি ডিগ্রি করতে গেলে গবেষণার জ্ঞানের গভীরতার পাশাপাশি তার বাস্তব প্রয়োগের দক্ষতা অর্জন করতে হয় গবেষককে। পিএইচডি গবেষকরা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অনেক বেশি অবদান রাখতে পারেন। উন্নত দেশগুলো অন্যান্য দেশের শিক্ষার্থী ও গবেষকের গবেষণার জন্য বৃত্তি দিয়ে থাকে। কারণ, একটি গবেষণার আউটপুট দেশের অর্থনীতিতে চাঞ্চল্যকর ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। ফলে, পিএইচডি ডিগ্রির মানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সম্প্রতি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে যোগ্যতার মানদণ্ড নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে। এটি খুবই ইতিবাচক। কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু করার সুযোগ দেওয়া উচিত। কারণ, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি নিয়ে নানা ধরনের সমালোচনা চলমান। তাই যেনতেন ভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই ডিগ্রি চালু করার অনুমতি দেওয়া ঠিক হবে না। অবশ্যই সকল শর্ত পূরণ করলে নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি চালু করা যেতে পারে, যেখানে পর্যাপ্ত গবেষণার সুযোগ এবং দক্ষ গবেষক রয়েছেন।  
পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আমাদের আলাদাভাবে দেখা উচিত নয়। শিক্ষা বা গবেষণার মান নিশ্চিত করতে পারলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই ডিগ্রি চালু করা যেতে পারে। পিএইচডি ডিগ্রি চালু করার ক্ষেত্রে কোন্ কোন্ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির মান বজায় রাখতে পারবে, সেটি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সব কর্তৃপক্ষকে সততা ও দায়িত্বের সঙ্গে এই ডিগ্রি প্রদান করতে হবে। অনেকদিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি চালু করার দাবি করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অবশ্যই মান বজায় রেখে ডিগ্রি দিতে হবে। এসব বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি চালু করা হলে অর্থনৈতিক ও টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে কি না, সেটি চিন্তার বিষয়।
ইউজিসির সভায় স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি চালু, পিএইচডি ডিগ্রি দিতে একটি অভিন্ন নীতিমালা তৈরি, আন্তর্জাতিক ও মানসম্মত জার্নালে গবেষণার ফল প্রকাশ বাধ্যতামূলক এবং পিএইচডির মান তদারকি করতে ইউজিসিতে সেল গঠনসহ বিভিন্ন সুপারিশ করা হয়। এসব সুপারিশ খুবই তাৎপর্যপূর্ণ। এসব শর্ত মেনে পিএইচডি প্রোগ্রাম চালু করলে ভালো কিছু হতে পারে।  
পিএইচডি বা সমমানের গবেষণার ক্ষেত্রে উন্নত দেশ বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। আমাদের দেশে চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ে গবেষণা খুব কম হয়ে থাকে। তাই বিজ্ঞান এবং চিকিৎসাবিজ্ঞানের গবেষণার ওপর গুরুত্বারোপ করতে হবে। যা খুবই প্রাসঙ্গিক ও যথার্থ বর্তমান সময়ে। বাংলাদেশেও সংখ্যাতাত্ত্বিক বিচারে পিএইচডি গবেষকের সংখ্যা বাড়ছে। তবে গুণগতমান কি সেই হারে বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ে শিক্ষাবিদদের মনে প্রশ্ন রয়েছে। কারণ, অনেক অধ্যাপকের নিজের পিএইচডি নেই, কিন্তু তিনি নিজেই পিএইচডি ডিগ্রি দিয়ে যাচ্ছেন। যদিও তিনি যে পিএইচডি ডিগ্রি গবেষকের সুপারভাইজার হতে পারবেন না, এ রকম কোনো আইন নেই।
জার্মানির তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্য মতে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পিএইচডি বা সমমানের ডিগ্রি দেওয়া হয় এক লাখ ৮৭ হাজার ৫৬৮টি। এর মধ্যে ৮২ হাজার ৮৯৫টি ডক্টরেট ডিগ্রিই দেওয়া হয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে গবেষণার জন্য, যা দেশটিতে ওই শিক্ষাবর্ষে দেওয়া মোট পিএইচডি ডিগ্রির ৪৪ শতাংশ। আর অন্যান্য বিষয়ে পিএইচডি ডিগ্রি দিয়েছে ৫৬ শতাংশ। এ থেকে বোঝা যায়, ওই সব দেশ বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় বেশি গুরুত্ব দিয়ে থাকে। একই প্রবণতা লক্ষ্য করা যায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে। তবে আমাদের দেশে ভিন্ন চিত্র দেখা যায়। পত্রিকান্তরে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে মোট ৭৫৩ জনকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে কলা অনুষদ থেকে ডিগ্রি দেওয়া হয় ২৮৮ জনকে, যা ৩৮ শতাংশ এবং অনুষদভিত্তিক সর্বোচ্চ। সেই হিসাবে বিজ্ঞান বিষয়ে গবেষণার সংখ্যা কম। অর্থাৎ  পিএইচডি গবেষণায় কলা ও সামাজিক বিজ্ঞানের বিষয়ে বেশি ডিগ্রি দেওয়া হয়।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক পত্রিকান্তরে বলেছেন, বিজ্ঞান কিংবা প্রকৌশলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় পিএইচডি ডিগ্রি কম থাকার কারণ প্রধানত আর্থিক। বিজ্ঞান ও প্রকৌশলের শিক্ষকরা অর্থ উপার্জনের জন্য বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন চাকরি করে থাকেন। ফলে, তাঁদের হাতে সময় কম। অন্যদিকে কলা অনুষদের শিক্ষকদের এই সুযোগ কম থাকায় পিএইচডি শিক্ষার্থী নেন, যাতে সেখান থেকে কিছুটা অর্থ আয় করা যায়। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের পিএইচডির যে পরিসংখ্যান, এটা নিছক সংখ্যা ছাড়া আর কিছু নয়। মান বিবেচনায় এর বেশিরভাগ পিএইচডির কাতারেই পড়ে না। এগুলো গবেষণা নয়, নামের আগে ‘ড.’ বসানোর উপায় মাত্র। গুণগতমান বৃদ্ধির জন্য শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা জরুরি। কারণ, অন্যান্য দেশের চেয়ে আমাদের শিক্ষকের বেতন-ভাতা অনেক কম। ভারতে একজন অধ্যাপক বেতন পান মাসিক প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা। একজন গবেষক মাসিক ফেলোশিপ পান ৫০ হাজার টাকা।
আমাদের দেশে পিএইচডি গবেষণার মাধ্যমে যে প্রভাব ও সাফল্য অর্থনীতিতে আসার কথা, সেটি দৃশ্যমান নয়। কারণ, গবেষণাগুলোর আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হওয়ার সংখ্যা কম। আবার অনেকেই অন্যের লেখা নকল করে ডিগ্রি নিচ্ছেন। এই ধরনের চৌর্যবৃত্তি করে অনেকেই পার পেয়ে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। তাই গবেষণার মান বৃদ্ধিতে কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। যেমনÑ চৌর্যবৃত্তি ঠেকাতে প্ল্যাজিয়ারিজম সফটওয়্যার দিয়ে গবেষণা প্রবন্ধ পরীক্ষা করাতে হবে। অন্যের লেখা হুবহু নকল করে লেখা যাবে না। অন্যের লেখা ভিন্নভাবে লিখলে তা সম্পূর্ণ থিসিসে ১০ বা ১৫ শতাংশের বেশি হতে পারবে না। পিএইচডি ডিগ্রি পেতে হলে কমপক্ষে তিনটি প্রকাশনা ভালো মানের জার্নালে, যেমনÑ এসসিআই ইনডেক্স, ইএসসিআই বা স্কপুয়াক্স ইনডেক্সধারী জার্নালে থাকতে হবে। এ ছাড়া পিএইচডি ডিগ্রির জন্য কোর্স ওয়ার্ক বাধ্যতামূলক রাখা উচিত, যা ১৮ থেকে ৩৬ ক্রেডিট পর্যন্ত হতে পারে। আরও কিছু বেশি বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার, যেমনÑ পিএইচডি ডিগ্রির সুপারভাইজার শিক্ষক গবেষণা প্রবন্ধ কোন্ শিক্ষকের কাছে যাবে, সেটা তিনি জানতে পারবেন না। এতে গোপনীয়তা বজায় থাকবে। পিএইচডি ডিগ্রির সময় তিনটি নিরপেক্ষ পরীক্ষক কমিটি কর্তৃক প্রপোজাল ডিফেন্স, প্রি-ডিফেন্স ও চূড়ান্ত ডিফেন্স বাস্তবায়ন করা উচিত। প্রত্যেক পর্যায়ে মিনিমাম মার্ক পেয়ে পাস করতে হবে। যেখানে পিএইচডি ডিগ্রি সুপারভাইজার শিক্ষক কোনো বোর্ডের সদস্য হতে পারবেন না। তিনি শুধু সুপারভাইজ করবেন। তাহলে গবেষণার গুণগতমান বাড়বে বলে মনে করি।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক শুধু বাণিজ্যিক ও ব্যক্তিগত সুবিধার উদ্দেশ্যে প্রভাবশালী ব্যক্তিদের পিএইচডির তত্ত্বাবধায়ক হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এটি মোটেও সুখকর নয়। শীর্ষস্থানীয় নানা পেশার কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য ছুটছেন। গবেষণায় চৌর্যবৃত্তি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের। যাঁদের পিএইচডি ডিগ্রি করা দরকার, তাঁরাই যেন এই ডিগ্রি করেন। নামের পাশে শুধু ‘ড.’ লেখার জন্য পিএইচডি ডিগ্রি যেন না দেওয়া হয়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির কঠোর নীতিমালা থাকা আবশ্যক।  


লেখক : সহযোগী অধ্যাপক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ 

×