ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

প্রবেশপথে ময়লার ভাগাড়

প্রকাশিত: ১৯:৫৭, ২১ মার্চ ২০২৫

প্রবেশপথে ময়লার ভাগাড়

কিশোরগঞ্জ জেলার প্রবেশপথ, ভৈরব-ময়মনসিংহ সড়কের কিশোরগঞ্জ জেলখানা মোড়ের পাশের বিস্তীর্ণ এলাকা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রায় এক কিলোমিটার জুড়ে জমে থাকা পৌরসভায় আবর্জনার স্তূপ শুধু দৃষ্টিকটুই নয়, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কিশোরগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গাড়িতে করে ময়লা এনে এখানে ফেলা হয়। দিনের পর দিন আবর্জনা জমতে থাকায় এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। যা আশেপাশের বাসিন্দাদের জন্য অসহনীয় হয়ে উঠেছে। পথচারীরা নাক চেপে রাস্তা পার হতে বাধ্য হন। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই দূষণ থেকে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার কথাও শোনা যাচ্ছে। শ্বাসকষ্ট, চর্মরোগ, ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক ব্যাধি বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শহরের প্রবেশপথে এত বড় ময়লার স্তূপ কিশোরগঞ্জের সৌন্দর্যকেও নষ্ট করছে। একটি শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব অবস্থা উন্নয়নের প্রতীক। কিন্তু কিশোরগঞ্জ শহরে প্রবেশ করতেই যদি এমন বিশাল ময়লার ভাগাড় দেখা যায়, তাহলে এটি শহরের ভাবমূর্তি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কিশোরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের উচিত এ ময়লা ফেলার স্থান দ্রুত অন্য কোথাও স্থানান্তর করা এবং এ এলাকায় যথাযথ পরিচ্ছন্নতা রক্ষা করা। স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সমন্বয়ে একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে হবে। পৌরসভা ও জেলা প্রশাসনের উচিত অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। যাতে শহরের প্রধান প্রবেশপথ একটি দুর্গন্ধময় ভাগাড়ের বদলে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশে পরিণত হয়।

সাব্বির হাসান নিরব
জাতীয় বিশ্ববিদ্যালয়

×