ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

নাজুক সেতুতে চলাচলে ঝুঁকি

প্রকাশিত: ১৯:৫০, ২১ মার্চ ২০২৫

নাজুক সেতুতে চলাচলে ঝুঁকি

মুন্সীবাজার ও গজারিয়া বাজার সংযোগকারী সড়কে কুমার নদীর ওপর একটি সেতু অবস্থিত। যা স্থানীয় জনগণের যাতায়াত ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেতুটি ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলার মুন্সীবাজার এলাকায় অবস্থিত। এটি খুবই পুরনো। তবে এর প্রতিষ্ঠা সাল ও প্রতিষ্ঠাতার বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সেতুটি স্থানীয় অর্থনীতি ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, সেতুটি খুবই সরু হওয়ায় মাঝারি আকারের কোনো গাড়ি সেতুর ওপর উঠলে অন্য সব ছোট-বড় যানবাহনকে অপর প্রান্তে অপেক্ষা করতে হয়। এমনকি মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। নিয়মিত ট্রাক, মিনিবাস, প্রাইভেট কার, ইজি বাইক, ভ্যান-রিক্সাসহ রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স চলাচলের কারণে সেতুটিতে সবসময় যানবাহনের চাপ থাকে।  
সেতুটি অনেক পুরনো হওয়ায় এর কাঠামোগত অবস্থাও নাজুক। উক্ত এলাকা দিয়ে কুমার নদ পারাপারের একমাত্র সংযোগকারী সেতু হওয়ায় যানবাহন ও পথচারীদের অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এমতাবস্থায় কর্তৃপক্ষের উচিত দ্রুত সময়ের মধ্যে নতুন করে প্রশস্ত ও উন্নতমানের একটি সেতু নির্মাণ করা। এটি নির্মাণ করা হলে জনগণের দুর্ভোগ লাঘবের পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

আব্দুর রাব্বি হাসান ওয়ালিদ
কুষ্টিয়া

×