ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

অসাধারণ যাত্রা!

প্রকাশিত: ১৯:৪৩, ২১ মার্চ ২০২৫

অসাধারণ যাত্রা!

এটি এ গ্রহের তথা পৃথিবীর কোনো মিশন নয় যে দুর্ঘটনাবশত অরণ্যে, সাগরে বা গুহায় আটকা পড়ে থাকা। এটি হলো মহাশূন্য মহাকাশ যাত্রার ঘটনা এবং মাত্র আট দিনের মিশনে গিয়ে পুরো নয় মাস আটকে থাকা। বিষয়টি রোমাঞ্চকর এবং আরও রোমাঞ্চকর হচ্ছে নভোচারীদের  প্রত্যাবর্তন। গল্পের মতো এ ঘটনা সাধারণ মানুষের মনে চাঞ্চল্য জাগায়। একইসঙ্গে এটি গৌরবেরও জায়গা সমগ্র মানবজাতির জন্য। তাই নভোচারীর জাতিগত পরিচয় ছাপিয়ে বড় হয়ে ওঠে তাদের মানব পরিচয়ের বিষয়টি। সারা বিশে^র মানুষ নভোচারীদ্বয়কে আপনজন বলেই ভাবতে ভালোবাসেন এবং উভয়ের সুস্থতা কামনা করেন। এখানেই বিশ^মানবতা গান গেয়ে ওঠে। মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বড় হয়ে ওঠে। খুলেই বলা যাক।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএসের অবস্থান পৃথিবী থেকে প্রায় ২৫৪ মাইল বা ৪০৯ কিলোমিটার ওপরে। প্রায় ২৫ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের নভোচারীরা সেখানে যাতায়াত করছেন। সেখানে থাকা ফুটবল মাঠের সমান গবেষণাগারটি পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মহাকাশ স্টেশনে দীর্ঘ ৯ মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হলেন দুই বিশিষ্ট মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। গত বছরের ৬ জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুচ ও সুনিতা। কিন্তু বোয়িংয়ের যে ক্যাপসুলে তাঁরা যান, সেই ‘স্টারলাইনারে’ ত্রুটি দেখা দিলে এবং নিরাপত্তার কারণে তাঁদের সময়মতো পৃথিবীতে ফিরিয়ে আনা যায়নি। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৩টা ৫৭ মিনিটে তাঁদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাস্যুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় ৫০ মাইল দূরে সমুদ্রে নেমে আসে। বুচ ও সুনিতা দুজনই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী ও মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট। ক্রু ড্রাগনের এ ফিরতি যাত্রা নিয়ে ক্রু–৯ মিশনের কমান্ডার ও নাসার নভোচারী নিক হেগ বলেন, ‘কী অসাধারণ যাত্রা!’ এই মন্তব্যটিই যথোচিত ও অসাধারণ।
বলা দরকার, মহাকাশচারীরা দীর্ঘদিন মহাকাশে অবস্থান করলে তাঁদের শরীরে ঘটে যেতে পারে অদ্ভুত সব পরিবর্তন। বদলে যেতে পারে তাঁদের পেশি ও মস্তিষ্ক, প্রভাব পড়তে পারে পাকস্থলীতে থাকা ব্যাকটেরিয়াতে। সেখানে তারা কী খেয়ে বাঁচতেন, এ নিয়ে কৌতূহল আছে মানুষের। আইএসএসে সুনিতা-বুচ পৃথিবীতে রান্না করা সংরক্ষিত খাবার খেতেন। স্টেশনে তাঁরা শুধু সেগুলো গরম করে নিতেন। এ ছাড়া স্যুপ, স্টু আর ক্যাসেরোলের মতো খাবার শুকনা অবস্থায় নিয়ে গিয়েছিলেন। পরে সেখানে ৫৩০ গ্যালনের ট্যাংকে থাকা সুপেয় পানি দিয়ে সেসব খাবার গরম করা হতো। আইএসএসে নভোচারীদের প্রস্রাব ও ঘাম পুনর্ব্যবহার করে সুপেয় পানিতে পরিণত করা হয়।
সব কিছু নিয়েই মানুষ রাজনীতি করতে পছন্দ করে। মহাকাশে আটকে পড়া দুই নভোচারীর পৃথিবীতে ফিরতে না পারার পেছনেও রাজনীতির উপাদান খুঁজে পায় অনেকে। পৃথিবীতে তাঁদের ফেরানো নিয়ে তাই রাজনীতি শুরু হয়। ট্রাম্প এবং তাঁর উপদেষ্টা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক কারণে বুচ ও সুনিতাকে মহাকাশ স্টেশনে ফেলে রেখেছেন।   
যাহোক, মহাকাশে আটকে পড়া দুটি মানুষকে পৃথিবীতে ফিরিয়ে আনা গেছে। শীঘ্রই তারা স্বজনদের কাছে ফিরবেন, এটি নিঃসন্দেহে বড় সুসংবাদ।

×