ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

পরিবার থেকে শিক্ষা

মাহনূর মেহের

প্রকাশিত: ১৯:৫৩, ১৯ মার্চ ২০২৫

পরিবার থেকে শিক্ষা

মানুষের চরিত্রের মূল ভিত্তি হল তার পরিবার। সেই পরিবারে নারীর প্রতি আচরণ যা দেখে তাই সে শেখে। আমাদের দেশে প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায় কোন না কোন ভাবে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ। যে পরিবারে নারীর প্রতি আচরণ সম্মানজনক হয় না সে পরিবার থেকেই এসব পশুজাত চরিত্রের মানুষ উঠে আসে। তারা নারীদের তাদের ব্যবহারিক জিনিস মনে করে। তাদের ইচ্ছে মত ব্যবহার করবে। নারী ধর্ষণে পোশাককে দায়ী করা হয়ে থাকে। তাহলে আট বছরের আছিয়া কি পোশাকের কারণে ধর্ষিত হলো? যে পিশাচেরা তার এই অবস্থা করেছে তারা তাদের পরিবারে নারীর প্রতি আচরণ অসম্মানজনক দেখতে দেখতেই বড়ো হয়েছে। তার কাছে এটা সাধারণ ব্যাপার। পরিবার থেকেই ধীরে ধীরে সমাজে এই রোগটা ছড়িয়ে পড়েছে। আজকে হয়তো বা আছিয়ার ধর্ষকের বিচার চাইছি আমরা, কিন্তু এমন আরও অজানা অনেক পিশাচ আমাদের সমাজে দিব্বি ঘুরে বেড়াচ্ছে। যাদের কোন বিচার হয় না। এর জন্য নারীদের উচিত নিজেদেরকে এবং আশেপাশে যে নারীরা নীরবে নিপীড়িত হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা। নারীরা একতাবদ্ধ হলে এই প্রতিরোধ গড়ে তোলা অবশ্যই সম্ভব। সম্ভব নরপিশাচদের যথোচিত শায়েস্তা করা।

জামালখান, চট্টগ্রাম থেকে

×