ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ব্যবসায়ীদের অমানবিকতা

কাজী আবুল কাসেম রতন

প্রকাশিত: ২০:০৮, ১২ মার্চ ২০২৫

ব্যবসায়ীদের অমানবিকতা

বাংলাদেশের বেশির ভাগ মানুষ মুসলমান। সেই হিসাবে বিবেচনা করলে দেখা যায় বাংলাদেশের বেশির ভাগ ব্যবসায়ী মুসলমান কিন্তু দুঃখের বিষয় ব্যবসা পরিচলনায় তাদের ভেতর কোনো মানবতা লক্ষ করা যায় না।
ইসলামিক শরিয়াহ মোতাবেক ব্যবসাকে হালাল করলেও, ক্রয়-বিক্রয়ে ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছে ইসলাম। যা ইহকাল ও পরকালের জন্য কঠিন বার্তা। কিন্তু এত কিছুর পরও ব্যবসায়ীদের মানবতা যেন চোখে পড়ছে না। মাহে রমজানে ব্যবসায়ীরা তাদের মানবতা ভুলে গিয়ে শুধু স্বার্থের আর লোভের আশায় নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে মাহে রমজানের পবিত্রতা নষ্ট করছে। উন্নত বিশ্বের মুসলিম রাষ্ট্রের দিকে তাকালে দেখা যায় যে, রমজান মাস আসলে ব্যবসায়ীরা রোজাদারদের প্রতি সহযোগিতা ও মানবতার হাতটি বাড়িয়ে দিচ্ছে। নিত্যপণ্যের দাম কমিয়ে দিচ্ছে। ভেজালমুক্ত খাবার তৈরি করছে। ইফতারের সময় বিক্রয় বন্ধ করে রোজাদারদের মাঝে ইফতার বিলিয়ে দিচ্ছে। অথচ বাংলাদেশ সম্পূর্ণ মুসলিম রাষ্ট্র এখানে মুসলমান ব্যবসায়ীরা সারাবছর লক্ষ লক্ষ টাকা আয় করছে। নামাজ পড়ছে, রোজা রাখছে কিন্তু পবিত্র মাহে রমজানে মুসলমান ব্যবসায়ী হয়ে মুসলমান ভাই ও রোজাদার ভাইদের কথা ভাবছে না। যা সত্যি দুঃখজনক। রমজান মাসে নিত্যপণ্যে সমগ্র খাবার হোটেল, কাঁচা বাজার, ফল ব্যবসায়ী সবাই যেন লোভের নেশায় রোজাদারদের পকেট কাটছে। ভুলে গেছে ইহকাল ও পরকালের কথা। তারা সরকারের বেঁধে দেওয়া দাম ও মানছে না। মানছে না কুরআনের বাণীর কথা। পরকালের দায়ভারটা তারা নিজেরাই নিচ্ছে। সত্যিকার অর্থে সব আমল যে বিফলে যাবে, তা ভুলে গেলে চলবে না।

কুমিল্লা থেকে

×