ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মুনাফা নয়, মানবসেবা

খাদিজা আক্তার সায়মা

প্রকাশিত: ২০:০৪, ১২ মার্চ ২০২৫

মুনাফা নয়, মানবসেবা

মানুষের মৌলিক চাহিদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাদ্য। জীবন বাঁচানোর জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয়। সেই খাদ্য হতে হবে সুষম ও সাধ্যের মধ্যে। সুষম খাদ্য আমাদের দেহ গঠনে সাহায্য করে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুস্থ দেহ, সুস্থ মনের কারিগর। আমাদের দেশে বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছে। সুষম খাদ্য যদি সাধ্যের মধ্যে হয় তাহলে সব শ্রেণির মানুষ সেটা গ্রহণ করতে পারে। রমজান মাস আমাদের আল্লাহর সন্তুষ্টির মাস। এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ইবাদত কি শুধু সালাত, সিয়াম, দান-সাদকার মধ্যেই সীমাবদ্ধ, তা নয়! মানুষ যে ব্যবসা-বাণিজ্য করেন এটাও ইবাদতের অংশ। হাদিসে এসেছে, ‘উত্তম ব্যবসায়ী কিয়ামতের ময়দানে শহীদের সঙ্গে থাকবে। (তিরমিজি: ১২০৯)”।
উত্তম ব্যবসায়ী হলো সেই ব্যক্তি যিনি পসঠিক রিমাপ মতো খাদ্য পরিমাপ করেন, ভেজাল ছাড়া খাদ্য বিক্রি করেন, নায্যমূল্য খাদ্য বিক্রি করেন, ভালো ও সুষম খাবার তৈরি করেন ও মানুষের মাঝে তা বিক্রি করেন। বাংলাদেশ উর্বর দেশ। এই দেশ শস্য সমৃদ্ধ। ছয় ঋতুতে এখানে নানান রকমের খাদ্য চাষ করে থাকেন চাষিরা। যার বিশাল একটা অংশ শহরে কিংবা দেশের বাইরে রপ্তানি করা হয়। পর্যাপ্ত পরিমাণ শস্যের চাহিদা দেওয়ার পরেও অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে রাখেন। শস্য মজুদ করে রেখেও তারা বলেন শস্য নেই। কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা খাদ্য ভেজাল মিশ্রিত করেন। বিভিন্ন ধর্মীয় উৎসবের সময়ে তারা দ্রব্যমূল্যের দাম চড়া রাখেন। যার দরুণ মধ্যবিত্ত থেকে গরিব শ্রেণির মানুষের সেগুলো সাধ্যের বাইরে চলে যায়। ফলে তারা চক্ষু লজ্জার কারণে এক বেলা খেয়ে অন্য বেলা না খেয়ে থাকে। আজকাল দ্রব্যমূল্য এতটাই বেশি যে স্বর্ণের টুকরোর মতো পেলে যেন ভাগ্য সহায় হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নির্মূলের জন্য আমাদের বাজার মনিটরিং প্রয়োজন। বাজারে সভাপতির দায়িত্বে থাকা ব্যক্তিকে সৎ ও কর্মঠ হওয়া। বাজারে খাদ্য তালিকার মূল্য তৈরি করে দেওয়া। আল্লাহ-ভীতি তৈরি হওয়া। একজন সৎ ব্যবসায়ী যেমন পরকালে পুরস্কৃত হবেন তেমনই দুনিয়াতে তার জন্য মাস কিংবা বছর শেষে সেরা ব্যবসায়ী পদবী দেওয়া। অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া। জরিমানা ধার্য করা। প্রতিটি ব্যবসায়ীর ভাবা উচিত যে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেশের উন্নতি নয়, বরং অবনতি হচ্ছে। আপনার আমার মতো হাজারো মানুষ না খেয়ে থাকছে। তাই আসুন ‘মুনাফা নয়, মানবতার সেবায় ব্যবসা করি।

সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ থেকে

×