ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

নয় নারী নিপীড়ন

সাজিয়া আফরিন

প্রকাশিত: ২০:২৭, ৫ মার্চ ২০২৫

নয় নারী নিপীড়ন

প্রতিকী ছবি

প্রতিদিন খবরের কাগজ কিংবা টিভির পর্দায় শিরোনামে ভাসে খুন, হত্যা, নারী নির্যাতন ও নারী ধর্ষণ, দিন দুপুরে বাসে কিংবা বাসা বাড়িতে ডাকাতি, বাবা কিংবা মায়ের সামনে নিজের সন্তানের মর্মান্তিক মৃত্যু। জীবনের প্রতিটি ক্ষেত্রে এখন শুধু হতাশা, ভয়,আতংক। এটাকে কি স্বাধীনতভাবে বেঁচে থাকা বলে? আইনশৃঙ্খলা বাহিনীর নেই কোন জোরালো পদক্ষেপ। কার কাছে পাবো এই জীবনের নিরাপত্তা। দোটানা ভাবনা আর আতংকিত জীবন নিয়ে চলে মায়াজাল। সারাদিনের কর্মব্যস্ত জীবনে নেই শান্তির নিঃশ্বাস, নেই নিরাপত্তা। ৫ বছরের শিশু যখন ধর্ষণের শিকার, মধ্যবয়সী মহিলা যখন শ্লীলতাহানির শিকার, বাবা ভাইয়ের সামনে যখন তাঁর বোন কিংবা স্ত্রী ধর্ষণে জর্জরিত। এই অপরাধ এই লাঞ্ছনা এই গঞ্জনার কথা কার কাছে বলবে। নীরবে আর কতোদিন বয়ে বেড়াবে। আছে কি উত্তর। নিরাপত্তা বাহিনীর নীরব ভূমিকা, অভিযোগের ভিত্তিতে মামলা নিতে অপারগতা। আমাদের জীবন কি আদৌ নিরাপদে। এলো রমজান মাস, সারাদিনের শেষে বাসায় এসেও শুনতে হয় নানা অভিযোগ। আজ রাস্তায় ভয়ে বেরুতে পারি। তাছাড়া রাতে চলে পাহারা। কখন কোন দিক থেকে হবে ডাকাতের আগমন। এত দুশ্চিন্তায় কি শান্তিতে দুমুঠো ভাত পেটে যায়। অনেক পরিবারের মেয়েরা কোন অনুষ্ঠানে একটু সাজগোজ করে যাওয়া তো দূরের কথা, বের ও হতে চায় না নিরাপত্তাহীনতার অভাবে। সন্ত্রাস, চুরি, ছিনতাই, রাহাজানি এগুলোর এতো উপদ্রব বেড়েছে কেন? আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো জনগণের নিরাপত্তা স্বার্থে আপনারা জোরালো ভূমিকা পালন করুন। দেশ ও জনগণের মালের নিরাপত্তা আপনাদের নৈতিক দায়িত্ব। প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। সুষ্ঠু নাগরিক হিসেবে নিরাপত্তা চাওয়া আমাদের নৈতিক অধিকার। যা ইচ্ছে তাই করার নাম জীবন নয়। আমরাও চাই না নিজের হাতে আইন তুলে নিতে। খুন, ছিনতাই, রাহাজানির জীবন আমরা চাই না। অশান্তি কার ভাল লাগে। একজন মা ও চায় তার সন্তানের কাছে যেন কোন আঁচড় না লাগে। দেশে আইনের শাসন বলে তো কিছু আছে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বলছি আমরা শান্তিপূর্ণভাবে বাঁচার অধিকার চাই। এভাবে কারো মা, কারো বোন কারো স্ত্রী যেন ধর্ষণের শিকার না হন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আবেদন আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। সুস্থ ও সুন্দরভাবে বাঁচার অধিকার সবার। এ দেশ আপনার আমার সবার।
উত্তরা, ঢাকা থেকে

×